ঢাকা মেডিকেলে জোড়া লাগানো নবজাতক শিশু রেখে পালালো স্বজনরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জোড়া লাগানো একটি শিশুকে ফেলে রেখে পালিয়েছে তার স্বজনরা। শিশুটির দুইটি মাথা, চার হাত ও দুই পা রয়েছে। ছেলে শিশুটি বর্তমানে শিশু সার্জারি বিভাগের ২০৫ নম্বর ওয়ার্ডে আছে।
ঢামেক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১২টার দিকে ওই নবজাতককে কয়েকজন লোক হাসপাতালে নিয়ে আসেন। শিশুটিকে তারা শিশু সার্জারি বিভাগে ভর্তি করে রাত দুইটার দিকে চলে যান। এরপর তারা আর হাসপাতালে আসেননি। শিশুটিকে ভর্তি করার সময় তারা পরিচয়ও লিখেননি।
বর্তমানে নবজাতকটি ২০৫ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিটের ১৪ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। নবজাতকের কোনো নাম না থাকায় এবং অভিভাবকরা ভর্তির সময় তাদের নাম উল্লেখ না করায়, তার পরিচয় ‘অজ্ঞাত’ হিসাবে ভর্তি রোগীর তালিকায় লেখা রয়েছে। শিশুটি কবে, কোথায় জন্মগ্রহণ করেছে, সে সম্পর্কেও কিছু জানা যায়নি।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসার জন্য শুক্রবার রাতে জোড়া লাগানো শিশুকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। এরপর ২০৫ নম্বর ওয়ার্ডে বেডে শিশুটিকে ফেলে রেখে তারা চলে যান। শিশুটি বর্তমানে শিশু সার্জারি বিভাগের ২০৫ নম্বর ওয়ার্ডে আছে।
ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনূর ইসলাম জানান, শিশুটি স্বাভাবিক মানুষের মতোই। তবে ব্যতিক্রম হলো তার ২টি মাথা, ৪টি হাত। এ ছাড়া, তার ২টি পা, একটি পায়ুপথ ও একটি পুরুষাঙ্গ রয়েছে। তাকে এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন