ঢাকা মেডিকেল থেকে শিশু চুরি, তিন দিনেও সন্ধান মেলেনি

নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া তিন মাসের শিশু খাদিজার। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অপরাধী শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, ভুল চিকিৎসায় বিপ্লব নামে এক রোগী মারা যাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেডিকেল কর্তৃপক্ষ।
নাসিমা আক্তার। দুই মেয়ের পর আরো এক কন্যা সন্তানের মা হন তিন মাস আগে। দরিদ্র সংসারে তিন মেয়েকে নিয়েই ছিল গোছানো সংসার। স্বপ্ন দেখতেন তিন মেয়েই লেখাপড়া শিখে হাল ধরবে সংসারের। কিন্তু ভাগ্য যেন সহায় হয়নি নাসিমার। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল থেকে সংঘবদ্ধ চোর চক্র চুরি করে নেয় নাসিমার নাড়ি ছেড়া ধন খাদিজাকে। মেয়ে হারিয়ে এখন পাগলপ্রায় নাসিমা আহাজারি, ‘কার কাছে আছে আমার বাচ্চা, দুধ না খেয়ে সে মনে হয় কাঁদছে।’
ঢাকা মেডিকেল থেকে বাচ্চা চুরির ঘটনায় উদ্বেগ আর উৎকণ্ঠা অন্যান্য রোগী ও স্বজনদের। বাচ্চা চুরির ঘটনায় মানবপাচার আইনে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছে শিশুটির স্বজনরা। শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘যে মহিলা নিয়ে গেছে আমরা তাকে চিহ্নিত করার চেষ্টা করছি। ভিডিও ফুটেজ দেখার পাশাপাশি পূর্বে রেকর্ড বিশ্লেষণ করে আমরা কিছু অনুমান করছি এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’
এদিকে, ভুল চিকিৎসায় শুক্রবার রাতে বিপ্লব নামে এক রোগী মারা যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। তদন্তে কারো গাফিলতির বিষয়টি উঠে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ঢাক মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. খাজা আব্দুল গফুর। নিহত বিপ্লবের লাশ ময়নাতদন্তের পর নিয়ে গেছে পরিবারের সদস্যরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন