ঢাকা মেডিক্যালে কিশোরী ধর্ষণঃ মামলায় আসামি ৬ আনসার সদস্য, গ্রেপ্তার এক
গণধর্ষণের অভিযোগে ছয় আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর তাকে ধর্ষণ করা করে আনসার সদস্যরা।
পরে বুধবার সন্ধ্যায় শাহবাগ থানায় মামলা করার পর আতিকুল ইসলাম নামে এক আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
অপর পাঁচ আসামি হলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) একরামুল হক, আনসার সদস্য আমিনুল ইসলাম, মীর সিরাজুল ইসলাম, মিনহাজুল ইসলাম ও বাবুল।
ধর্ষিতা তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ওই তরুণীর বাড়ি কুমিল্লার হোমনায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক বলেন, আজ বুধবার সন্ধ্যায় ধর্ষিতা তরুণী নিজে বাদি হয়ে ছয় আনসার সদস্যদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেন। মামলা নম্বর-৩।
এ ঘটনায় আজই সন্ধ্যায় রাজধানীর টিকাটুলী এলাকা থেকে আতিকুল নামে এক আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার ডিপার্টমেন্টের (আউটডোর) একটি কক্ষে দায়িত্বরত ওই ছয় আনসার সদস্য ওই তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ করে।
গতকাল এ ঘটনায় অভিযুক্ত এপিসি একরামুলকে ঢাকা মেডিকেল থেকে আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে বদলি করা হয় এবং অন্য অভিযুক্তদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলার কেন্দ্রীয় অফিসে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন