শনিবার, মে ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করে হেরে গেল জিম্বাবুয়ে

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লড়াই করে হেরে গেল জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে বুধবার ম্যাচের শেষদিন মাত্র ৪৫ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় তারা। এটি ছিল জিম্বাবুয়ের ১০০তম টেস্ট।

ম্যাচটিতে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪১২ রান। কিন্তু তারা সংগ্রহ করে ১৮৬ রান। ম্যাচটিতে অবশ্য জিম্বাবুয়ের ড্র করার সুযোগ ছিল। আর নিজেদের ১০০তম টেস্টে ড্র করতে পারলে সেটি হতো জিম্বাবুয়ের জন্য অনেক কিছু। কিন্তু সেটি তারা পারলো না। ম্যাচটিতে জিম্বাবুয়ে হারলো ২২৫ রানে।

এদিন আট নম্বরে ব্যাট করতে নেমে ১৭৫ মিনিট ক্রিজে টিকে ছিলেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার। ১৪৪ বল খেলে তিনি করেন ৪৩ রান। এছাড়া শন উইলিয়ামস করেন ৪০ রান। শ্রীলঙ্কার পক্ষে দিলরুয়ান পেরেরা ৩টি, রঙ্গনা হেরাথ ৩টি, লাহিরু কুমারা ২টি ও সুরঙ্গা লাকমাল ২টি করে উইকেট নেন।

গত ২৯ অক্টোবর ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫৩৭ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে দিমুথ করুনারত্নে ৫৬, কৌশল সিলভা ৯৪, কুসল পেরেরা ১১০, কুসল মেন্ডিস ৩৪, উপুল থারাঙ্গা ১১০*, ধনঞ্জয়া ডি সিলভা ২৫, আসেলা গুনারত্নে ৫৪ ও দিলরুয়ান পেরেরা ২৩ রান করেন।

জিম্বাবুয়ের পক্ষে গ্রায়েম ক্রেমার ৪টি, ক্রিস এমপোফু ২টি, কার্ল মুম্বা ১টি, শন উইলিয়ামস ১টি ও ম্যালকম ওয়ালার ১টি করে উইকেট নেন।

এরপর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩৭৩ রান সংগ্রহ করে। অধিনায়ক গ্রায়েম ক্রেমার ১০২ রান করে অপরাজিত থাকেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এছাড়া পিটার মুর করেন ৭৯ রান। শ্রীলঙ্কার পক্ষে সুরঙ্গা লাকমাল ৩টি, রঙ্গনা হেরাথ ৩টি, দিলরুয়ান পেরেরা ২টি, লাহিরু কুমারা ১টি ও কুসল মেন্ডিস ১টি করে উইকেট নেন।

তারপর শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে। দলের পক্ষে দিমুথ করুনারত্নে ১১০ ও ধনঞ্জয়া ডি সিলভা ৬৪ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে কার্ল মুম্বা ৪টি, ক্রিস এমপোফু ১টি ও ম্যালকম ওয়ালার ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন জিম্বাবুয়ে দলের অধিনায়ক গ্রায়েম ক্রেমার।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকবিস্তারিত পড়ুন

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদেরবিস্তারিত পড়ুন

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

  • তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র
  • দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই