বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাসিনা-রুশনারা বৈঠক

ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইটের নিষেধাজ্ঞা প্রত্যাহার আহ্বান

ঢাকা-লন্ডনের মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে তাঁর সঙ্গে সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানের জবাবে রুশনারা আলী বলেছেন, ঢাকা থেকে লন্ডন সরাসরি কার্গো-ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয় নিয়ে তিনি যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবেন। ’

‘নিরাপত্তা ঝুঁকি’র অজুহাতে গত ৮ মার্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় যুক্তরাজ্য।

প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের হাউস অব কমনসের সদস্য রুশনারা আলী দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনা বাংলাদেশে রেললাইন নির্মাণে বাংলাদেশ রেলওয়ে ও একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্বাক্ষর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ রেলওয়ে ও ব্রিটিশ কম্পানি ডিপি রেল লিমিটেড মঙ্গলবার ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার পায়রা সমুদ্রবন্দরের মধ্যে ২৪০ কিলোমিটার রেললাইন নির্মাণে চুক্তি সই করেছে। এই রেললাইন নির্মাণে অনুমিত ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। রেলওয়ে কর্মকর্তারা জানান, সম্ভাব্যতা যাচাইয়ের পর এই মেগা প্রকল্পের ব্যয়ের হিসাব চূড়ান্ত করা হবে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে যুক্তরাজ্যের আরো বিনিয়োগ আহ্বান করেন। ব্রিটিশ হাউস অব কমনসে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন এমপি নির্বাচিত হওয়া প্রসঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি তিন কন্যাকে দেখে আমি গর্বিত। ’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনঝি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, সিলেটের বিশ্বনাথের রুশনারা আলী এবং পাবনার ড. রূপা হক গত বছরের ৭ মে অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর সচিব সুরাইয়া বেগম এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বৈঠকে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশনারার সাক্ষাৎ : এদিকে ঢাকা-লন্ডন সরাসরি কার্গো ফ্লাইটের নিষেধাজ্ঞা প্রত্যাহারে রুশনারা আলীর জোরালো ভূমিকা প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রুশনারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রত্যাশার কথা জানান। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা বহাল থাকবে বা আরো বাড়বে।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যবিষয়ক ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে রুশনারা আলী প্রথমবারের মতো ঢাকা সফর করছেন। তিনি বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্রিটিশ পার্লামেন্ট সদস্য।

এদিকে গতকাল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গেও সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন রুশনারা আলী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত