রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাসিনা-রুশনারা বৈঠক

ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইটের নিষেধাজ্ঞা প্রত্যাহার আহ্বান

ঢাকা-লন্ডনের মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে তাঁর সঙ্গে সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানের জবাবে রুশনারা আলী বলেছেন, ঢাকা থেকে লন্ডন সরাসরি কার্গো-ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয় নিয়ে তিনি যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবেন। ’

‘নিরাপত্তা ঝুঁকি’র অজুহাতে গত ৮ মার্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় যুক্তরাজ্য।

প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের হাউস অব কমনসের সদস্য রুশনারা আলী দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনা বাংলাদেশে রেললাইন নির্মাণে বাংলাদেশ রেলওয়ে ও একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্বাক্ষর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ রেলওয়ে ও ব্রিটিশ কম্পানি ডিপি রেল লিমিটেড মঙ্গলবার ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার পায়রা সমুদ্রবন্দরের মধ্যে ২৪০ কিলোমিটার রেললাইন নির্মাণে চুক্তি সই করেছে। এই রেললাইন নির্মাণে অনুমিত ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। রেলওয়ে কর্মকর্তারা জানান, সম্ভাব্যতা যাচাইয়ের পর এই মেগা প্রকল্পের ব্যয়ের হিসাব চূড়ান্ত করা হবে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে যুক্তরাজ্যের আরো বিনিয়োগ আহ্বান করেন। ব্রিটিশ হাউস অব কমনসে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন এমপি নির্বাচিত হওয়া প্রসঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি তিন কন্যাকে দেখে আমি গর্বিত। ’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনঝি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, সিলেটের বিশ্বনাথের রুশনারা আলী এবং পাবনার ড. রূপা হক গত বছরের ৭ মে অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর সচিব সুরাইয়া বেগম এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বৈঠকে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশনারার সাক্ষাৎ : এদিকে ঢাকা-লন্ডন সরাসরি কার্গো ফ্লাইটের নিষেধাজ্ঞা প্রত্যাহারে রুশনারা আলীর জোরালো ভূমিকা প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রুশনারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রত্যাশার কথা জানান। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা বহাল থাকবে বা আরো বাড়বে।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যবিষয়ক ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে রুশনারা আলী প্রথমবারের মতো ঢাকা সফর করছেন। তিনি বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্রিটিশ পার্লামেন্ট সদস্য।

এদিকে গতকাল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গেও সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন রুশনারা আলী।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ