ঢাকা শহরে কোন ভিক্ষুক থাকবে না
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যেমে ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত করা হবে । তখন ঢাকা সহরে একজন ভিক্ষুক থাকবে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদের নবম অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক সম্পূরক প্রশ্নেরজবাবে তিনি এসব তথ্য দেন।
মন্ত্রী বলেন, আমরা শুধু ভিক্ষুকদের ঢাকা থেকে সরিয়ে দিব না । তারা যেন অন্য কোন পেশায় যেতে পারে সে ব্যবস্থা করবেসরকার। পাশাপাশি সারা দেশে এ কর্মসূচির আওতা বাড়ানো হবে।’
তিনি বলেন, এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীর ১০টি জোনে ১০ হাজার ভিক্ষুকের ওপর জরিপ কাজ পরিচালনা করা হয়েছে। জরিপকৃতদের মধ্যে ২ হাজার জনকে পুনর্বাসনের জন্য নির্ধারণ করা হয়। পাইলটিং প্রজেক্ট হিসেবে ময়মনসিংহ জেলায় ৩৭ জন ও জামালপুর জেলায় ২৯ জনকে রিকশা, ভ্যান ও ক্ষুদ্র ব্যবসার পুঁজি দেয়ার মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘পরবর্তীতে পাইলটিংয়ের ফলাফলের ভিত্তিতে কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়ার পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে, ঢাকা শহরের বিমানবন্দর, হোটেল সোনাগাঁও, হোটেল রুপসী বাংলা, হোটেল রেডিসন, বেইলি রোড, কূটনৈতিক জোন ও দূতাবাস এলাকাগুলোকে প্রাথমিকভাবে ভিক্ষাবৃত্তিমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন