ঢাবিতে বিজ্ঞান বিভাগে এবার প্রথম হয়েছে মাদরাসা ছাত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর ‘ঘ’ ইউনিটে পাসের হার ৯ দশমিক ৯৪ শতাংশ। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৮ দশমিক ৭৪ শতাংশ, মানবিক বিভাগে ১৮ দশমিক ২৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ দশমিক ৮৮ শতাংশ পাস করেছে।
এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর পরীক্ষার্থী ছিল ৬২ হাজার ৭৮ জন। উত্তীর্ণ হয়েছে মোট ৬ হাজার ১৭১ পরীক্ষার্থী। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ২ হাজার ৮৮৫ জন, মানবিক বিভাগে ১ হাজার ৭৪৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৫৩৯ জন পাস করে। অপরদিকে ৫৫ হাজার ৯০৭ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে মাদরাসা বোর্ডের একজন শিক্ষার্থী। তামিরুল মিল্লাত মাদরাসার এ শিক্ষার্থী নাম আব্দুল্লা আল মামুন। তিনি ১৭৬ দশমিক ৩০ স্কোর করে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করেছে সে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে ফলাফল জানতে পারবে। ফলাফল জানতে উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।
এছাড়াও যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে DU <স্পেস> GHA <স্পেস> ROLL টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে ওয়বসাইটে ঢুকে ভর্তি পরীক্ষার সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণদের মধ্যে কোটায় আবেদনকারীরা ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করবে এবং উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দেবে।
কোনো পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার ফলাফল নিরীক্ষণ করতে চাইলে, নির্দিষ্ট ফি প্রদান করে ১২ নভেম্বর মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে হবে। উত্তীর্ণদের বিষয় মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন