ঢাবিতে বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় তিন শিক্ষার্থীকে মারধর
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় তিন শিক্ষার্থীকে মারধরের জেরে বহিরাগত বাইকারদের গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বেপরোয়া বাইকারদের ধরে গণধোলাই দেন তারা। এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে তিন শিক্ষার্থীকে মারধর করে বহিরাগতরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ক্যাম্পাসে পুরান ঢাকা থেকে আসা একদল যুবক ক্যাম্পাসে বাইক রেসিং করছিল। বেপরোয়া বাইক চালানোয় এ সময় শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়। ফলে শিক্ষার্থীদের একটি গ্রুপ তাদের প্রতিরোধের চেষ্টা করে।
একপর্যায়ে বহিরাগতরা তাদের ওপর চড়াও হয় এবং শরীরে আঘাত করে। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হয়। এদের অধিকাংশই কবি জসীমউদ্দীন হল, বিজয় একাত্তর হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী।
পরে তারা হাতে লাঠি ও রড নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মহড়া দেয়। এ সময় পুরান ঢাকার বাইকাররা সংগঠিত হয়ে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে পুনরায় হাতাহাতিতে লিপ্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহীদ মিনারের পাশে থাকা পাঁচটি মোটরবাইক ভাংচুর করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন