ঢাবিতে ভর্তি : ‘গ’ ইউনিটের ভুল প্রশ্নে ফল বিপর্যয়

ভুল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ফল বিপর্যয়ের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ভর্তির ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এমন তথ্যই জানা গেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের একটি সূত্রে।
সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যাপক হারে ফেল করেছে ভর্তিচ্ছুরা। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৩ শতাংশের কম বলেই জানিয়েছে সূত্রটি।
সূত্র আরো জানায়, ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার সকালে উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে পাসের হার দেখানো হয়েছে ৩ শতাংশেরও কম। যদি ৩ শতাংশ উত্তীর্ণ হয় তাহলে ‘গ’ ইউনিটের আসন পূর্ণ হয়ে মাত্র ১৪ শিক্ষার্থী অবশিষ্ট থাকে। এই ইউনিটে ২০১১-১২ সেশনেও প্রশ্নে ভুল থাকায় পুনরায় ভর্তি পরীক্ষা নেয়া হয়।
এ বছর ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৪২ হাজার ১৪৭ জন। ৩ শতাংশ হিসেবে ধরলে মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় এক হাজার ২৬৪। গত বছর পাসের হার ছিল ১৭ দশমিক ৫৬ শতাংশ।
এদিকে পরীক্ষার পর ফল প্রকাশেও বিলম্ব করছে কর্তৃপক্ষ। এ বছর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষার ফল দুদিনের মধ্যেই প্রকাশ হলেও ‘গ’ ইউনিটের ফল চারদিনেও প্রকাশ হয়নি।
শুক্রবার অনুষ্ঠিত ওই পরীক্ষার প্রশ্নপত্রে এক ডজনেরও বেশি বানানে ভুল ছিল। বিষয়ভিত্তিক নির্দেশনাও ছিল ভুলে ভরা। এক সেটে একটি প্রশ্ন কমও ছিল। ওইদিন ভুল প্রশ্নের কারণে পরীক্ষা খারাপ হয়েছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন কমপক্ষে ২০ শিক্ষার্থী।
তবে এ তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন