ঢাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপত্তালিকা দাহ
ব্লগার ও প্রকাশকদের খুনিদের বিচার না হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘ব্যর্থতার’ অভিযোগ তুলে তার কুশপুত্তলিকা পুড়িয়েছে চারটি বাম ছাত্র সংগঠন।
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
সমাবেশে নেতারা বলেন, ধর্মের নামে যেভাবে মানুষ মারা হচ্ছে, তা তো কোনো ধর্মই সমর্থন করে না। তবুও যারা ধর্ম পালন করেন তারাও নীরব রয়েছেন। আর এই নীরবতাই খুনিদের সুযোগে তৈরি করে দিচ্ছে।
একেকটি হত্যাকাণ্ডের পর সরকারের মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা নানা রকম বক্তব্য দিয়ে শুধু পরিস্থিতি উত্তপ্ত করেন, খুনিরা আর বের হয় না। খুনিদের বের করে শাস্তি না দিয়ে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব নয়।
কুশপত্তালিকা দাহ এর আয়োজন করে, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্র ঐক্য ফোরাম ও বিপ্লবী ছাত্র মৈত্রী যৌথভাবে এই কর্মসূচি পালন করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন