ঢাবির ৫ ছাত্র বহিষ্কার জঙ্গি সন্দেহে
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। বৃহস্পতিবার জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বহিষ্কৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্যবসায় শিক্ষা অনুষদের শ্রেণিকক্ষ ও শিক্ষকদের কক্ষে গিয়ে হিযবুত তাহ্রীরে প্রচারণামূলক লিফলেট ও সিডি বিতরণ করেছেন।
বহিষ্কৃতরা হলেন-সূর্য সেন হলের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নূরে আলম মো. সিহাব উদ্দিন, একই বিভাগের বিজয় একাত্তর হলের মো. সাইদি হাসান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তারিকুল ইসলাম, নকিব ফারহান ও মো. আলমগীর হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিফলেট বিতরণের দৃশ্যটি অনুষদ ভবনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে। একজন ছাত্রের এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্নু করেছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এ জন্য প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী ওই ৫ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে জন্য কারণ দর্শানোর নোটিশে জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন