ঢাবি ছাত্রীকে হেনস্তা, চালকের সহকারী রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে শুকতারা পরিবহনের বাসচালকের সহকারী মামুনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বেলা ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামুনকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে রাজধানীর দারুস সালাম থানার পুলিশ।
গতকাল শুক্রবার শুকতারা পরিবহনের একটি বাসে ঢাবির ওই ছাত্রী মানিকগঞ্জ থেকে ঢাকায় আসছিলেন। তাঁর পাশের ফাঁকা আসনে বাসচালকের সহকারী মামুন বসেন। পরে তিনি ওই ছাত্রীর গায়ে হাত দেন। প্রতিবাদ করলে গালিগালাজসহ অশালীন আচরণ শুরু করেন।
এ সময় বাসে ১০ থেকে ১২ জন যাত্রী ছিল। তবে তারা কেউ এগিয়ে আসেনি। একপর্যায়ে ওই ছাত্রী গাবতলীতে নেমে দারুস সালাম থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগই মামলা হিসেবে গণ্য করা হয়।
এরপর গতকালই অভিযান চালিয়ে গাবতলী থেকে মামুনকে গ্রেপ্তার করে দারুস সালাম থানার পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন