ঢাবি ছাত্রীর মৃত্যুঃ ৮ চিকিৎসকের জামিন

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহিন চৈতির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন হাসপাতালটির আট চিকিৎসক।
সোমবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম জামিনের আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন এনটিভি অনলাইনকে জানান, জামিনযোগ্য ধারায় মালায় হওয়ায় তিন হাজার টাকা মুচলেকায় আসামিদের জামিন দিয়েছেন বিচারক।
জামিন পাওয়া আট চিকিৎসক হলেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, কাশেম ইউসুফ, ডা. মর্তুজা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ এস এম মাতলুবুর রহমান, ডা. মাসুমা পারভীন, ডা. জাহানারা বেগম মোনা, ডা. মাকসুদ পারভীন ও ডা. তপন কুমার বৈরাগী।
গত ১৭ মে জ্বর নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আক্তার চৈতি। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন দুপুরে মারা যান তিনি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ করে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কারণে চৈতির মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ আলী হাসপাতালটির পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন।
এই মামলায় হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেমকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন