ঢামেক থেকে শিশু চুরি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবার একটি শিশু চুরির অভিযোগ উঠেছে। তিন মাস বয়সী শিশুটি বৃহস্পতিবার বিকালে চুরি হয় বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছে।
শিশুটির নাম খাদিজা। তার বাবা বাহাদুর ঢালী (৩৫) মস্তিষ্কে টিউমার নিয়ে আড়াই মাস ধরে হাসপাতালের ২০০ নম্বর ওয়াডের্র বারান্দায় চিকিত্সা নিচ্ছিলেন। বাহাদুরের সঙ্গে তার স্ত্রী নাসিমা বেগম দুই মেয়ে খাদিজা এবং ১০ বছরের স্বর্ণাকে নিয়ে হাসপাতালে থাকছিলেন। তাদের বাড়ি মাদারীপুরের শিবচরের কাঁঠাল বাড়িতে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক স্বজনদের বরাত দিয়ে জানান, তিন দিন আগে এক নারী শিশুটির মা নাসিমার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে।
তিনি বলেন, আজ দুপুরে ওই নারী স্বর্ণাকে জামা কিনে দেয়ার কথা বলে হাসপাতালের বাইরে আনে। তার কোলে তখন খাদিজা ছিল। জামা পছন্দ করার জন্য সে স্বর্ণাকে তার মাকে ডেকে আনতে বলে। স্বর্ণা ওই নারীর কোলে খাদিজাকে দিয়ে মাকে ডাকতে হাসপাতালের ভেতরে ঢুকে।
ওসি বলেন, স্বর্ণার জবানবন্দি নেয়া হচ্ছে এবং হাসপাতালে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা হবে।
দুই বছর আগে ঢাকা মেডিকেল থেকে সদ্যোজাত একটি শিশু চুরি হয়েছিল। তবে চার দিনের মধ্যে তাকে উদ্ধার করে র্যাব।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন