বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তথ্যগত নিউজঃ এবার মহিলা যৌনাঙ্গও হতে পারে পছন্দমতো!

শহরের এক নামকরা হাসপাতালের ওয়েবসাইট৷ আর তাতেই পাবেন হার্ট সার্জারি, কিডনি ট্রান্সপ্লান্টের পাশাপাশি ভ্যাজাইনোপ্লাস্টির প্যাকেজও৷ বিষয়টা কী, কতদিন লাগবে, কীভাবে পেমেন্ট করবেন-সব কিছু দেওয়া রয়েছে বিস্তৃতভাবে৷ রয়েছে ফোন নম্বরও৷ শুধু নেই বিশেষজ্ঞ চিকিত্সকদের নাম এবং পরিচয়৷ সেখানে ফোন করলে প্রথমেই জানতে চাওয়া হয় বুকিং কবে করতে চাইছি৷ চিকিত্সকের সঙ্গে কথা বলতে চাইলে হাসপাতাল কর্মীর সাফ উত্তর, ‘কীভাবে পেমেন্ট করবেন জানান, সেই অনুযায়ী আমরা লাইন ট্রান্সফার করবো৷’ শুধু বিষয়টা সম্বন্ধে জানতে চাইলে? ‘সেরকম কোনও বিভাগ নেই৷ আর চিকিত্সকের নম্বর দেওয়া বারণ৷’

শহর কলকাতার নতুন ট্রেন্ড ভ্যাজাইনোপ্লাস্টি৷ নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা কী৷ আরও সোজা করে বলতে গেলে জেনিটাল রি-কনস্ট্রাকশন৷ ঠোঁট, নাক, ত্বকের মতোই এবার মহিলা যৌনাঙ্গও হতে পারে পছন্দমতো৷ মনের মতো৷ বা চাহিদামতো৷

পড়তে গিয়ে একটু কানে ঠেকলো লাইনগুলো? এই আপাত শহুরে ট্রেন্ডে কোথাও একটা পুরুষতন্ত্রের ছোঁয়া রয়েছে বলে মনে হচ্ছে? সোশিওলজিস্ট শিউলি বোসের মতও সেইরকমই৷ ‘এই সার্জারি কী করে এত গুরুত্ব পাচ্ছে, আমার বোধের বাইরে৷ আমার শরীরের আভ্যন্তরীণ রূপ যদি আমার সঙ্গী বদল করতে চান, তাহলে বুঝতে হবে কোথাও একটা সমস্যা আছে৷ কারণ সম্পর্ক মানে শুধুই শরীর নয়৷ আর আমি নিজে যদি অন্যের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হওয়ার জন্য এরকম একটা সার্জারি করি, তাহলে বুঝতে হবে আমার আত্মবিশ্বাসের অভাব রয়েছে৷ আমরা অন্যের চোখে নিজেকে সুন্দর করতে চাই বলেই এই সার্জারি এত জনপ্রিয় হচ্ছে ’-মত তাঁর৷

ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন একাধিক সাইটের নাম৷ এই সংক্রান্ত নানা বিবরণ৷ যদিও কিছু চিকিত্সকের মত যে সার্জারি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য, সেই জটিলতার মধ্যে না যাওয়াই শ্রেয়৷ গাইনোকোলজিস্ট সুভাষ সরকার জানাচ্ছেন, ‘এই পদ্ধতিতে কিন্ত্ত কোনও মহিলাকে পুরোপুরি চিকিত্সকের ওপরই নির্ভর করতে হচ্ছে৷ কারণ সৌন্দর্য বৃদ্ধির কথা বললেই প্রশ্ন আসে যে, কে ঠিক করে দেবে এই সৌন্দর্যের মাপকাঠি? অনেক চিকিত্সকই বলেন মাত্র দশ দিনে সুস্থ হয়ে যাওয়া যায়৷ সেই তথ্যও সঠিক নয়! অপারেশন করেই সবাই ভাবেন যা চেয়েছিলেন তাই পেয়েছেন৷ সেই জন্যেই এত জনপ্রিয়৷’

এত সব সত্ত্বেও এটাই কলকাতার ট্রেন্ড৷ অর্থাত্ সব জেনেই মহিলারা ‘জেনিটাল রিকনস্ট্রাকশন’-এ রাজি হন৷ আর তাই এই শহরের প্রায় সব ক’টা বড় হাসপাতালেই এখন হচ্ছে এমন সব সার্জারি৷ আলাদা করে প্যাকেজ জানিয়ে বা বিভাগ বানিয়ে, ফলাও করে বিজ্ঞাপন দিয়ে না হলেও, এই কসমেটিক সার্জারি চলছে বেশ রমরমিয়েই৷ নাম প্রকাশে অনিচ্ছুক এরকমই এক হাসপাতালের কাছ থেকে পাওয়া গেল তাদের সদ্য সার্জারি করা এক পেশেন্টের নাম৷ কলকাতার মেয়ে৷ পিএইচডি করছেন দিল্লি ইউনিভার্সিটি থেকে৷ তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমেই শর্ত- নাম প্রকাশ করা চলবে না৷ কারণ বাড়িতে না জানিয়ে তিনি এই সার্জারি করিয়েছেন৷ তাতে রাজি হতে, তবেই কথা শুরু করলেন- ‘আমি এবার পনেরো দিনের জন্য শহরে যাই৷ বাড়িতে জানাইনি৷ ভ্যাজাইনোপ্লাস্টির কথা আমি এক বন্ধুর কাছ থেকে শুনেছিলাম৷ আমার কোনও প্রেমিক নেই৷ নিজের ইচ্ছেয় আমি এই সার্জারি করিয়েছি৷ এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার৷ আমার মনে হয়েছে একবার করে দেখাই যাক না, তাই করিয়েছি৷ আমি তো পিয়ার্সিং করিয়েছি অনেকগুলো, ট্যাটুও রয়েছে৷ সেগুলো নিয়ে তো কোনও সমস্যা নেই৷ তাহলে এই সার্জারি করার জন্য আমি উত্তর দেবো কেন?’

তাহলে যে প্রশ্নটি ওঠে, তাই করা গেল সুতরাং- বিষয়টা বাড়িতে গোপন রেখেছেন কেন?

মহিলার উত্তর,‘কারণ বাবা-মাকে এই সার্জারি সম্বন্ধে বোঝানো সম্ভব নয়৷ আর বিষয়টা ওঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতেও আমি স্বচ্ছন্দ নই৷’

এমন সার্জারি করেন চিকিত্সক সপ্তর্ষী ভট্টাচার্য৷ তাঁকে সোজাসুজি এ বিষয়ে প্রশ্ন করতে জানাচ্ছেন, ‘যাঁরা এই ধরনের সার্জারি করান তাঁরা পড়াশোনা করেই আসেন৷ সব জেনে বুঝে আসেন৷ তাই আলাদা করে তাঁদের কিছু বলতে হয় না৷ শুধু কলকাতা নয়, বিহার, ওড়িশা থেকেও অনেক পেশেন্ট আসেন৷ একেবারে ইয়ং ক্লায়েন্টও আসেন আবার মধ্য বয়স্ক ক্লায়েন্টও৷ তাঁরা যেমন বলেন আমরা সেই মতো আলোচনা করে, পরিস্থিতি বিচার করে সার্জারি করি৷ এতে সমস্যার তো কিছু নেই৷’

শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই এই জেনিটাল রিকনস্ট্রাকশন নাকি পুরুষরাও সঙ্গীদের চাহিদা অনুযায়ী এই ধরনের সার্জারি করান? চিকিত্সক সুভাস সরকার জানাচ্ছেন, ‘করান অনেকে৷ তবে সংখ্যাটা খুবই কম৷’ এই একই প্রশ্নের উত্তরে মনোবিদ প্রেমাংশু আগরওয়াল জানাচ্ছেন, ‘মহিলারা পুরুষদের থেকে এই ধরনের সার্জারি বেশি করান কারন এখনও বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা সেক্সুয়ালি ডমিনেট করে থাকেন৷ তাঁরা নিজেদের চাহিদা নিয়ে অনেক ভোকাল৷ আরও একটা কারণ পুরুষরা নিজেদের শারীরিক দেখনদারিতে কোনও খামতি (যদি এটাকে তাই বলা যায় তাহলে) মেনে নিতে চান না৷ তাই সঙ্গী চাইলেও তাঁরা কতটা এই ধরনের সার্জারি করাতে ইচ্ছুক হবেন সেটাও ভাববার বিষয়৷’

ভ্যাজাইনোপ্লাস্টি সার্জারির খরচ কমপক্ষে তিরিশ হাজার টাকা৷ আর সুস্থ হয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগে প্রায় এক-দেড় মাস৷ আর সবচেয়ে বড় কথা, যৌনাঙ্গের সৌন্দর্যায়ন করার প্রবণতা দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার কলকাতাতেও দিনে-দিনে বাড়ছে৷

ভ্যাজাইনোপ্লাস্টি কী?
এটা রিকনস্ট্রাকটিভ প্লাসটিক সার্জারি৷ যাতে ভ্যাজাইনা ইচ্ছেমতো কনস্ট্রাক্ট করা যায়৷

শহরে কোন সামাজিক/আর্থিক/মানসিকতা/ প্রদেশের মহিলা/পুরুষরা এমন সার্জারি করাচ্ছেন?
একেবারের ইয়ং ক্লায়েন্ট আর মধ্য বয়স্ক ক্লায়েন্টই বেশি৷

কেনই বা করাচ্ছেন?
অনেকসময় সঙ্গী এই ধরনে সার্জারি করাতে আগ্রহী হয়৷ আবার অনেক সময় নিজের ইচ্ছেতেই করাচ্ছে নতুন প্রজন্ম৷

ক্ষতি কোথায়, কতটা হওয়ার আশঙ্কা?
সার্জারিতে কোনও জটিলতা না হলে সমস্যা নেই৷

অপারেশনের পর সুস্থ হতে কতদিন লাগে?
এক থেকে দেড় মাস সময় লাগে৷

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়