শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তথ্যপ্রযুক্তিতে শীর্ষ ধনী বিল গেটস

চলতি বছরটি শেয়ার বাজারের জন্য সুবিধের না গেলেও তথ্যপ্রযুক্তি খাতের ধনীদের জন্য মন্দ ছিল না। মার্কিন সাময়িকী ফোর্বসের পরিসংখ্যানে তেমনটাই উঠে এসেছে। তথ্যপ্রযুক্তিখাতের শীর্ষ ১শ’ জনের তালিকায় এবারও প্রথমস্থান দখল করে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

বছরে দু’বার ম্যাগাজিনটি এই খাতে শীর্ষ ১শ’ ধনীর তালিকা প্রকাশ করে থাকে। ২০১৬ সালে দ্বিতীয় দফায় প্রকাশিত পরিসংখ্যানে প্রায় দুই দশকের বেশি সময় ধরে শীর্ষস্থানে থাকা মানুষটির নামই সামনে এসেছে। বর্তমানে মাইক্রোসফটের প্রধানের দায়িত্বে না থাকলেও পরামর্শক ও সদস্য হিসেবে রয়েছেন তিনি। তার মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৮শ’ কোটি ডলার।

বিল গেটস শুধু যে তথ্যপ্রযুক্তি খাতেই শীর্ষ ধনী তাই নয়, যুক্তরাষ্ট্রের সবগুলো রাজ্যের পরিসংখ্যানেও ধনী হিসেবে শীর্ষে অবস্থান করছেন। অবশ্য ধনী হিসেবেই যে তিনি শীর্ষে রয়েছেন তাও নয়, বিশ্বের সবচেয়ে বড় বেসরকারী দাতব্য প্রতিষ্ঠান ‘বিল এন্ড ম্যালিন্ডা গেটস ফাউন্ডেশন’এর কো-চেয়ারম্যান বিল গেটস।

এরপরের অবস্থানে রয়েছেন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ৬ হাজার ৬শ’ ২০ কোটি ডলার। তৃতীয় অবস্থানে আছেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা পরিচালক মার্ক জুকারবার্গ। তার সম্পদের পরিমাণ ৫ হাজার ৪শ’ কোটি ডলার।

ডাটাবেজ সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকলের প্রতিষ্ঠাতা পরিচালক ল্যারি এলিসন রয়েছেন চতুর্থ অবস্থানে। তার সম্পদের পরিমাণ ৫ হাজার ১শ’ ৭০ কোটি ডলার।

৩ হাজার ৯শ’ কোটি ডলার নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন অ্যালফাবেট’এর সিইও ল্যারি পেজ। ষষ্ঠ অবস্থানে রয়েছেন সার্গেই ব্রিন। গুগলের অভিভাবক প্রতিষ্ঠান অ্যালফাবেট’এর প্রেসিডেন্টের দায়িত্বে থাকা এই ধনীর সম্পদের পরিমাণ ৩ হাজার ৮শ’ ২০ কোটি ডলার।

সপ্তম অবস্থানে আছেন মাইক্রোসফটের সিইও স্টিভ বালমার। তার সম্পদের পরিমাণ ২ হাজার ৭শ’ ৭০ কোটি ডলার। আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা রয়েছেন অষ্টম অবস্থানে। চীনের এই ধনীর সম্পদের পরিমাণ ২ হাজার ৫শ’ ৮০ কোটি ডলার।

তথ্যপ্রযুক্তি খাতে চীনের আরেক ধনী মা হুয়াটেং রয়েছেন নবম স্থানে। তার সম্পদের পরিমাণ ২ হাজার ২শ’ কোটি ডলার। আর ফোর্বসের তথ্যপ্রযুক্তির তালিকায় দশম ধনী হিসেবে রয়েছেন ডেল’র প্রতিষ্ঠাতা প্রধান মাইকেল ডেল। তার রয়েছে ২ হাজার কোটি ডলারের সম্পদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ