তথ্য গোপন করে পুলিশে নিয়োগ!
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক অস্ত্র চোরাচালানীর ভাতিজা তার বিয়ের তথ্য গোপন করে পুলিশে নিয়োগ লাভের ঘটনায় সুনামগঞ্জে তোলপাড় শুরু হয়েছে।
এ ব্যাপারে তথ্য প্রমাণাদিসহ পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করার পর টনক নড়ে কর্তৃপক্ষের।
শুধু তাই নয় বিয়ের তথ্য গোপন করার জন্য ওই কনস্টেবল তার চাচা খন্দকার শাহজাহানকে দিয়ে বিয়ের কাবিননামা ও কমিউনিটি সেন্টার বুকিং দেয়ার তথ্য গায়েব করে ফেলেছেন বলেও অভিযোগ উঠেছে।
জানা গেছে, সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং বীরেন্দ্রনগর গ্রামের সুলতান খন্দকারের ছেলে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সীমান্তের অস্ত্র চোরাকারবালী শাহজাহান খন্দকারের ভাতিজা শামীম খন্দকার তথ্য গোপন করে পুলিশ বাহিনীতে চাকুরি নিয়েছেন।
উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের ১ নং ওয়ার্ডেও ইউপি সদস্য আবদুল আলীম বুধবার পুলিশ সুপারের কাছে এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেন।
শামীম খন্দকারের চাচা শাহজাহান বলেন, আসলে কনের বিয়ের বয়স না হওয়ায় ওই সময় শুধু আংটি পরিয়েছিলাম, আসলে তাদের বিয়ে হয়নি।
জেলা পুলিশের বিশেষ শাখার তদন্তকারী অফিসার এএসআই আবু আফসার ভুইয়া বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে শামীম বিবাহিত বলে এলাকার লোকজনের কাছ থেকে তথ্য পেয়েছি।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. হারুন-অর রশীদ বলেন, তথ্য গোপন করে কেউ কোনো নিয়োগ পেলে নিয়মানুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বাঁধ নির্মাণ শুরু হয়নি হাওরে, নীতিমালা বদলালেও
সুনামগঞ্জে এক ফসলি বোরো ধান উৎপাদনসমৃদ্ধ হাওরগুলো রক্ষায় কাবিটার নতুনবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ মা-ছেলের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে দুপুরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে শনিবার শিশুসহবিস্তারিত পড়ুন
সুন্দরগঞ্জে বজ্রপাতে ২ সন্তানের জননীর মৃত্যু
এল এন শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বজ্রপাতে রাহেলা বেগমবিস্তারিত পড়ুন