তথ্য সংগ্রহে গিয়ে দুর্ব্যবহারের শিকার ঢাবি সাংবাদিকরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় (সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে (‘ঘ’ ইউনিট) ভর্তি পরীক্ষা চলছিল।
তথ্য সংগ্রহ করতে গেলে সহকারী প্রক্টর অধ্যাপক মো. ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘তোমরা পরে আসো। আমরা এক সপ্তাহ পর এখানে মিলিত হই। একটু খোশগল্প করব। রসাত্মক কথা হবে। তোমরা আমাদের ছাত্র ও সাংবাদিক। তোমরা থাকলে প্রাইভেসি নষ্ট হয়।’
সাংবাদিকরা এর প্রতিবাদ করলে সহকারী প্রক্টর রবিউল ইসলাম ও অধ্যাপক মো. ফজলুর রহমান রেগে যান। অধ্যাপক ফজলুর রহমান বলেন, ‘বের হতে বলছি বের হবা। এত কথা বলছো কেন?’
এ সময় ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী সাংবাদিকদের কক্ষ থেকে বের হয়ে পাশের কক্ষে গিয়ে শিঙ্গাড়া খেতে বলেন। এ সময় সাংবাদিকরা বলেন, ‘আমরা শিঙ্গাড়া খেতে আসিনি। তথ্য নিতে এসেছি।’
সাংবাদিকরা বিষয়টি তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে জানালে তিনি বলেন, ‘অফিস টাইমে কিসের খোশগল্প। তোমরা অফিসে (প্রক্টর) যাও। তোমাদের দায়িত্ব তোমরা পালন করো। আমি বিষয়টি দেখছি।’
কিছুক্ষণ পর সাংবাদিকরা পুনরায় প্রক্টর অফিসে গেলে অধ্যাপক রবিউল ইসলাম বলেন, ‘এখানে একজন স্যার তোমাদের বের হয়ে যেতে বলেছেন। তোমরা ভিসিকে কেন নালিশ করলে। বেয়াদব হয়ে গেছো।’ অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, ‘সাংবাদিকতার ইথিক্স জানো না তোমরা।’
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও মানবজমিনের প্রতিবেদক ফররুখ মাহমুদ বলেন, ‘আমরা পেশাগত দায়িত্ব পালন করতে প্রক্টরের অফিসে গিয়েছিলাম। প্রক্টরিয়াল বডির কাছ থেকে এ ধরনের আচরণ খুবই দুঃখজনক।’
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন