তরুণীদের সঙ্গে বৃদ্ধ বিধায়কের অশ্লীল নাচ!

অশ্লীলতা ততক্ষণে মাত্রা ছাড়িয়েছে। দৃষ্টিকটূ ভঙ্গিতে মঞ্চে নাচছেন দুই যুবতী। উড়ছে টাকা। শিসের শব্দ, গালিগালাজ, যুবতিদের শরীরে হাত দেওয়ার চেষ্টা, সবই আছে। রাত যত নামছে, ততই যেন মাত্রাছাড়া হচ্ছে অশ্লীলতা। মঞ্চে বসে বসে সব দেখছিলেন বড়হরিয়া কেন্দ্রের (জেডিইউ) বিধায়ক শ্যাম বাহাদুর সিং। আর বসে থাকতে পারলেন না তিনি। চটি জোড়া খুলে কোমর দোলাতে শুরু করলেন। প্রায় আড়াই মিনিট ধরে নাচলেন একটানা।
গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সুরহিয়া গ্রামে। সূত্রের খবর, গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে বিয়ে ছিল। সাধারণের মনোরঞ্জনের জন্য নাকি মঞ্চ করে নাচ, গান, অর্কেস্ট্রার আয়োজন করা হয়েছিল। সেই মতো চলছিল অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে আর আত্মসংবরণ করতে পারেননি বিধায়ক। যুবতিদের সঙ্গে নেমে পড়েন তিনিও। নাচের সময় অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি করতেও দেখা গেছে তাঁকে।
দলের বিধায়কের অশ্লীল নাচের এই ভিডিও সামনে আসায় সমালোচনার মুখে পড়েছে শাসকদল (জেডিইউ)। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একবার প্রকাশ্য মঞ্চে যুবতিদের সঙ্গে অশ্লীল নেচে বিতর্কে জড়িয়েছিলেন শ্যাম বাহাদুর সিং। প্রিয় পাঠক অশ্লিলতার কারনে ভিডিওটি প্রকাশ করা গেল না।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন