তল্লাশি করতে চাইলে দুই এসআইকে গুলি
পাবনার আটঘরিয়া উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি করতে চাইলে গাড়ির যাত্রীরা গুলি চালায়।
ঘটনার পরপর দুই এসআইকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত দুই পুলিশ সদস্য হলেন আটঘরিয়া থানার এসআই মনির হোসেন (৪০) ও এসআই তোফাজ্জল হোসেন (৪০)।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফারুক আহম্মদ জানান, ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য সিভিল পোশাকে মোটরসাইকেলে করে একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় যান। ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে একটি সাদা প্রাইভেটকারে থাকা লোকজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করতে চান দুই এসআই। এ সময় প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা দুই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমান জানান, আহত দুজনের মধ্যে এসআই মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন
পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন