মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তাইওয়ানি দম্পতির ওপর হামলাকারীরা ‘পূর্বপরিচিত’

রাজধানীর উত্তরায় তাইওয়ানি দম্পতির ওপর হামলাকারীরা তাদের পূর্বপরিচিত বলে জানা গেছে। তবে ঠিক কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা এখনো পরিষ্কার নয়। অবশ্য পুলিশের ধারণা, লেনদেন সংক্রান্ত জটিলতার কারণেই এ হামলা চালানো হয়েছে। তবে আহতদের পক্ষ থেকে বলা হচ্ছে, ডাকাতির উদ্দেশে তিনজন বাসায় এসে হামলা চালায়।

বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরা ৪ নং সেক্টরের ১৪/এ রোডের ৮ নম্বর বাসায় তৃতীয় তলায় ওয়াং লিচি (৬৮) ও তার স্ত্রী লি লি হু-এর (৬০) ওপর হামলা চালানো হয়। গাজীপুরে জিং জিং ইয়ান স্টার নামে ওই দম্পতির একটি প্লাস্টিকের দরজা তৈরির কারখানা রয়েছে।

যে বাসাতে এই হামলা চালানো হয়েছে তার প্রথম ও দ্বিতীয় তলায় ওয়াং লিচি ও লি লি হু-এর অফিস রয়েছে। তারা থাকতেন তৃতীয় তলায়।

জিং জিং ইয়ানের ব্যবস্থাপনা পরিচালক (জিএম) সমীর হাসিব জানান, গত রাত ১২টা ১০ মিনিটে লি লি হু তাকে ফোন করে তার ও তার স্বামীর ওপর হামলার বিষয়টি জানান।

এরপর তাদের উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

সমীর বলেন, লি লি হু তাকে জানিয়েছেন, মোট তিনজন তাদের ওপর হামলা চালায়। এরমধ্যে একজন ছিলেন মুখোশধারী। বাকি দুজনের নাম রাজু ও সাজু।

এই রাজু ও সাজু ওই তাইওয়ানি দম্পতির সঙ্গে কন্ট্রাক্টে কাজ করতেন বলে জানিয়েছেন সমীর।

অ্যাপোলা হাসপাতালের ডিউটি ম্যানেজার চিন্ময় ভট্টাচার্য জানান, লি লি হু-কে হকি স্টিক দিয়ে আঘাত করা হয়েছে।

আহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা তাইওয়ানে থাকেন। বাবা-মায়ের ওপর হামলার খবর পেয়ে তারা বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে এই দম্পতির ওপর হামলা হলেও ঘটনাটি জানাজানি হয় শুক্রবার বিকেলে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম শুক্রবার বিকেলের দিকে জানান, বৃহস্পতিবার সকালে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে বাসায় রেখেছিলেন ওই দম্পতি। হামলার পর থেকে ওই টাকা পাওয়া যাচ্ছে না।

এদিকে এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে। তবে কে এই মামলাটি দায়ের করেছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হামলার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেলেও তার নাম নিয়ে বিভ্রান্তিকর খবর পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ এ ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা এবং ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও দুর্বৃত্তদের হামলায় নিহত হন। ওই দুই হামলার পর জঙ্গি গোষ্ঠী আইএসের দায় স্বীকারের খবর দেয় সাইট ইন্টেলিজেন্স নামে একটি ওয়েবসাইট। তবে বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই বলে দাবি করে আসছে সরকার।

সিজার তাভেল্লা হত্যায় ইতোমধ্যে ৫ জনকে আটকও করা হয়েছে; যাদের একজন বিএনপি নেতা কমিশনার কাইয়ুমের ভাই।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া