তাজিয়ায় বোমা হামলা: ৩ দিন ধরে ছবি তোলা ব্যক্তিটি কে?
রাজধানীর হোসেনী দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্ততিকালে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনার ৩ দিন আগে থেকেই যে ব্যক্তিটি ছবি তুলেছেন ওই ব্যক্তিটি কে- তার সন্ধানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ব্যক্তিটি ওই স্থানের ছবি তুলছিলেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তাৎক্ষনিক অনুসন্ধানে এমন তথ্য পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। বিষয়টি তাদের আগে থেকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যেত বলেও জানিয়েছে র্যাব কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শনে এসে র্যাবের দশম ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সাংবাদিকদের বলেন, ঘটনার সময়ই আমরা এখানে উপস্থিত ছিলাম। কিন্ত লোকজনের ছোটাছুটি ও দৌড়াদৌড়িতে কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি। ৩ দিন ধরে ওই এলাকায় ছবি তুলতে থাকা ব্যক্তিকে জাহাঙ্গীর হোসেনসহ অনেকেই নাকি জিজ্ঞাসা করেছেন, ছবি তুলছেন কেন? জবাবে তিনি বলেছিলেন যে, ছবি তুলতে তার ভালো লাগে। কিন্ত বিষয়টি তারা র্যাব বা পুলিশকে জানায়নি। বিষয়টি জানালে হয়তো নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হতো। শুক্রবার গভীর রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালানে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। পরপর ৬টি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপে একজন নিহত ও আহত হন অনেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন