তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রির নিচে রাখতে চুক্তি

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সম্মতি দিয়ে প্যারিস জলবায়ু সম্মেলনে চুক্তি হয়েছে। ২১তম কনফারেন্স অব পার্টিজ বা কপ২১ এ শনিবার প্রায় দুইশ দেশের প্রতিনিধি এই চুক্তিতে সম্মতি দেন।
এই চুক্তির মাধ্যমে সব দেশ প্রথমবারের মতো কার্বন নিঃসরণ কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হলো বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। চুক্তিতে কিছু বিষয় মেনে চলতে বাধ্যবাধকতা এবং কিছু বিষয়ের ক্ষেত্রে নমনীয়তা থাকছে বলে এতে বলা হয়।
দুই সপ্তাহ ধরে আলোচনার পর জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সভাপতি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যরঁ ফাবিউস শনিবার সম্মেলনে প্রতিনিধিদের সামনে চুক্তির খসড়া উপস্থাপন করেন।
জি৭৭ গ্রুপভুক্ত উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি চীন ও ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ফাবিউস ‘প্যারিস এগ্রিমেন্ট’ গ্রহণের জন্য সম্মেলনের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
“কক্ষের মধ্যে তাকিয়ে আমি দেখছি, প্রতিক্রিয়া ইতিবাচক। আমি কোনো আপত্তি দেখছি না। প্যারিস এগ্রিমেন্ট গৃহীত হল।” তিনি এ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে অভিবাদন জানান। চুক্তি হওয়ায় অভিনন্দন জানিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। চুক্তিকে ‘বিশাল’ অভিহিত করেছেন তিনি।
সম্মেলন কক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যরঁ ফাবিউস ও প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ (বাঁ থেকে)।
চুক্তি অনুযায়ী ২০২০ সাল থেকে কার্বন নিঃসরণের লাগাম টানবে দেশগুলো। এই চুক্তিকে জীবাশ্ম জ্বালানিভিত্তিক অর্থনীতিকে কয়েক দশকের মধ্যে রূপান্তরের জন্য ‘ঐতিহাসিক’ পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন অনেকে।
চুক্তির চূড়ান্ত খসড়া উপস্থাপন করে ফাবিউস বলেছিলেন, এটা ‘ন্যায়সঙ্গত’, আইনি বাধ্যবাধকতামূলক এবং এতে বৈশ্বিক উষ্ণায়নের সীমা ২ ডিগ্রি সেলসিয়াসের ‘বেশ কম’ বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে।
উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য ধনী দেশগুলোকে ২০২০ সালের পর থেকে প্রতিবছর ১০ হাজার কোটি ডলার দেওয়ার কথা বলা হয়েছে এতে। এছাড়া গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে বিভিন্ন দেশের প্রতিশ্রুতি ঠিকমত পালন হচ্ছে কি না পাঁচ বছর অন্তর তা পর্যালোচনার বিধান থাকছে।
“আমার দৃঢ় বিশ্বাস, আমরা একটি উচ্চাভিলাষী ও ভারসাম্যপূর্ণ চুক্তি নিয়ে এসেছি,” বলেন ল্যরঁ ফাবিউস। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির লাগাম টানতে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘের আয়োজনে গত ৩০ নভেম্বর জলবায়ু সম্মেলন শুরু হয়।
এই সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তের আলোচনায় চুক্তির আশা টিকে থাকায় শনিবারও বৈঠক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ছয় বছর আগে কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনেও একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন বিশ্ব নেতারা।
https://youtu.be/rQYouvwDtto
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন