তামিমকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

অসাধারণ অলরাউন্ডিং নৈপুন্যের অনুপম প্রদর্শনীতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ সেরা মাশরাফি। আর এতেই তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ সেরার তালিকায় দুইয়ে চলে এলেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে দুজনই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ১০ বার করে।
বাংলাদেশের সবচেয়ে বেশি ১৫ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান। মাশরাফি ও তামিমের পর ৭ বার করে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীস।
এ ম্যাচের আগে মাশরাফি শেষ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ২০১৪ সালের জিস্বাবুয়ে সিরিজে। আর প্রথমবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ২০০৪ সালে ভারতের বিপক্ষে মাশরাফি। সেটি ছিল বাংলাদেশের শততম ওয়ানডে। ইংল্যান্ডের বিপক্ষে ব্রিস্টলে বাংলাদেশের প্রথম জয়েও মাশরাফি ছিলেন ম্যাচের সেরা।
তবে তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ সেরার তালিকায় অবশ্য মাশরাফির (১৩) চেয়ে এখনও এগিয় তামিম (১৪)। সাকিব অনেকটা এগিয়ে এখানেও, ২২ বার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন