তামিমের চাই আর মাএ ২৫ রান
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন তামিম ইকবাল। তার ব্যাট হেসেই চলেছে। ১২ ম্যাচে করেছেন ৪২৫ রান। তার ব্যাটে ভর করে চিটাগাং ভাইকিংসও খুঁজে পেয়েছে ছন্দ। জায়গা করে নিয়েছে শেষ চারে। তামিমের দল এখন শিরোপা থেকে তিন ধাপ দূরে।
আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর রাউন্ডে রাজশাহী কিংসের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। এই ম্যাচে জিতলে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে মাঠে নামবে তামিমের দল। এই দুই বাধা পেরুতে পারলেই ফাইনালে চিটাগাং।
এদিকে চলতি বিপিএলে এক হাজারি ক্লাবের নাম লেখানোর দারুণ সুযোগ রয়েছে তামিম ইকবালের। এর জন্য আর মাত্র ২৫ রান চাই তামিমের। আগামীকাল রাজশাহীর বিপক্ষে এই মাইলফলকটা স্পর্শ করতে চাইবেন তিনি। বিপিএলে এখন পর্যন্ত তামিম ইকবালের রান সংখ্যা ৯৭৫।
এর আগে প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক হাজারি ক্লাবে পৌঁছান মুশফিকুর রহীম। গ্রুপ পর্বের ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে এ মাইলফলকে পৌঁছান বরিশাল বুলসের অধিনায়ক। তাই দ্বিতীয় ক্রিকেটার হিসেবে হাজারি ক্লাবে সদস্য হওয়ার হাতছানি তামিমের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন