তামিম-ইমরুলের ৪ হাজার
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে ধবলধোলাই হলেও শেষ ওয়ানডে দিয়ে অনন্য কীর্তি গড়লেন বাংলাদেশের দু’উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফরম্যাটে দেশের হয়ে ৪ হাজার রানের মাইলফলক ছুঁলেন তামিম-ইমরুল জুটি।
মাইলফলক ছুঁতে কিউইদের বিপক্ষে নেলসনের স্যাক্সটন ওভাল গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডেতে তাদের দরকার ছিল ৫ রান। ইনিংসের শুরুতেই তা করে ফেলেন তারা। এরপর ১০২ রানের জুটি গড়েন তামিম-ইমরুল। এ নিয়েই বড় স্কোরের স্বপ্ন দেখতে শুরু করে টাইগাররা। তবে তারা সাজঘরে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান তুলতে সক্ষম হয় মাশরাফি বাহিনী।
জবাবে ২ উইকেট হারিয়ে ৫২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
এর আগে ৩ ফরম্যাট মিলিয়ে ৪ হাজার রান আসে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান জুটিতে। তাদের রান ৪ হাজার ২৪১। ইনিংস খেলেছেন ১২৪টি। তামিম-ইমরুল জুটির ইনিংস ১০৮। তাদের রান এখন ৪ হাজার ৯৭।
বাংলাদেশের হয়ে ৩ হাজার রানও নেই আর কোনো জুটির।
রানের মতো শতকেও সবার ওপরে মুশফিক-সাকিব জুটি। সবমিলিয়ে তারা ৭ বার গড়েছেন শতরানের জুটি। এ তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম-ইমরুল। তাদের শতকের জুটি ৬টি। আর ৫টি শতকের জুটি নিয়ে তৃতীয় স্থানে আছেন হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিম।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন