তারায় তারায় পরিপূর্ণ যে সমুদ্র! (ভিডিও)
শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা রাতের আকাশে তাঁরার সমাগম দেখতে পাই। আমাদের অনেকের এই স্বপ্ন থাকে যে ওখানে আমরা কোন এক সময় ভ্রমণে যাব। চাঁদের আলো ছুয়ে দেখব, আকাশের তাঁরাগুলো গণনা করব।
প্রাকৃতিক তৈরি এক মায়াজাল এখন আসমানে নয়, জমিনেও রয়েছে। মালদ্বীপের বাধু দ্বীপে ‘তাঁরার সমুদ্র’ নামের একটি দ্বীপ রয়েছে। এর ঢেউ গাড় নীল বর্ণের। প্রকৃতির এই অপরূপ দৃশ্য আপনাকে কল্পনার জগত বলে মনে হবে।
এই ঘটনাটি জলে প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়ার দ্বারা সৃষ্ট হয়। একটি জীবাণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই ঘটনার সৃষ্টি করে যা, bioluminescence হিসাবে পরিচিত। এসব অণুজীব বা সামুদ্রিক মাইক্রোব কে উদ্ভিদ বলা হয় এবং বিশ্বের বিভিন্ন অংশে বিভিন্ন প্রজাতির অসংখ্য ফাইটোপ্লাঙ্কটন দেখা যায়।
সামুদ্রিক bioluminescence এর সবচেয়ে সাধারণ কারণ হল অসংখ্য ফাইটোপ্লাঙ্কটন যা dinoflagellates হিসাবে পরিচিত হয়। বিভিন্ন বৈজ্ঞানিক ক্রিয়া-বিক্রিয়ার ফলে সমুদ্রে এসকল অণুর সৃষ্টি হয়। এসকল অণুর মাঝে আবার বিক্রিয়ার সৃষ্টি হয় এবং বৈদ্যুতিক কারেন্টের সৃষ্টি হয়। সামুদ্রিক কিছু ওরগানিজমের কারণে নীল আলোর সৃষ্টি হয়। রোডের পাড়ে যখন পানি আসে তখন মনে হয় তারা পাড়ি দিয়ে আসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন