তারেক রহমান: দেশ সংস্কারের কথা সর্বপ্রথম বলেছেন খালেদা জিয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “অনেকেই এখন সংস্কারের কথা বলছেন, কিন্তু মনে করে দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে ভিশন-২০৩০ নামে সর্বপ্রথম সংস্কারের কথা বলেছেন।”
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে যশোর টাউনহল মাঠে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা সংস্কার চাই। যে সংস্কার করলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যে সংস্কার করলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যে সংস্কার করলে নারীদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত হবে, যে সংস্কার করলে আমাদের সন্তানরা সুশিক্ষা পাবে, যে সংস্কার করলে দেশের মানুষ নিশ্চিতভাবে সুচিকিৎসা পাবে।”
তিনি বলেন, “স্বৈরাচারের পালিয়ে যাওয়ার পর দেশে এখন একটি রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনও বিভিন্ন স্থানে রয়েছে। সেখানে বসেই তারা তাদের নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
বিএনপির প্রয়াত নেতা তরিকুলের ইসলামের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “এই ক্রান্তিকালে তার মতো একজন প্রাজ্ঞ রাজনীতিক থাকলে আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারতাম। তার অভাব এখন অত্যন্ত প্রকটভাবে অনুভব করছি।”
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন