রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘তার সাথে মতান্তর হতে পারে মনন্তর নয়’

দলের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে কোনো ধরনের বিভেদে জড়ানোর কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, আশরাফের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনিও।

দলের দ্বিতীয় শীর্ষ পদে নির্বাচনের পরদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সম্মেলনে পরদিন সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে দুই নেতার সঙ্গে দেখা হয়। এ সময় আশরাফকে জড়িয়ে ধরেন ওবায়দুল কাদের। নতুন সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান অন্য নেতারাও।

মন্ত্রিসভার বৈঠকের পর ওবায়দুল কাদের যান ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে। এই সংবাদ সম্মেলনে জাতীয় সম্মেলনের শৃঙ্খলা, আগামী জাতীয় নির্বাচনে দলের পরিকল্পনা, মন্ত্রিত্বে থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার পূর্বসূরি, আমার অগ্রদূত সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমার পার্টিও প্রেসিডিয়ার সদস্য সৈয়দ আশরাফুল ইসলামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাধারণ সম্পাদক হিসেবে তার সাত বছরের অভিজ্ঞতা সুচিন্তিত পরামর্শ আমার দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে।’

আশরাফের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করার ঘোষণা দিয়ে কাদের বলেন, ‘আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবো।’

মন্ত্রিসভায় সৈয়দ আশরাফের সঙ্গে দেখা হওয়ার পর সেখানাকর ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আজও কেবিনেটে তার সঙ্গে আমার আলাপ হয়েছে। আমার কাছে অবাক লাগলো, তিনি সবকিছু ইজিলি নিয়েছেন। এতে তার মধ্যে বিচলিতভাব বা কোনো ধরনের হতাশা তার মুখম-লে আমি দেখিনি। … বরং আজ তাকে আরও বেশি প্রাণবন্ত বলে আমার মনে হয়েছে। এটাই আওয়ামী লীগ। এটাই আওয়ামী লীগের রাজনীতির বিউটি। ’

আশরাফের সঙ্গে কোনো রকম দ্বন্দ্বে জড়ানোর কারণ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মধ্যে কোনো কোনো বিষয়ে মতান্তর হতে পারে, কিন্তু মনন্তর হবে না।’

শেখ হাসিনাই দলের ঐক্যের প্রতীক জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা যেখানে আছেন, সেখানে পার্টিতে মধ্যে কোনো অনৈক্য বিভেদ প্রশ্রয় পাবে না। তার নির্দেশনার বাইরে কেউ কিছু করবে না।’

‘মন্ত্রী হওয়ায় দলের দায়িত্ব পালন আরও সহজ হবে’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বেও আছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক। এই বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা হয়ত আমাকে বলতে পারেন, আপনি সড়কের দায়িত্বে আছেন আবার পরিবহনের দায়িত্বেও আছেন। আপনি কীভাবে দল চালাবেন? আমি বলি আমি এর আগেও রাস্তায় যেতাম, রাস্তার কাজ করতাম। আমাদের কর্মীরা আমাকে নানা কথা বলতো। আমি শুনতাম, কিন্তু সমাধান দিতে পারতাম না। কিন্তু এখন আমার সুবিধা হবে, আমি রাস্তায় যাবো-তৃণমূলে যাবো। একদিকে রাস্তায় যাবো অন্য দিকে দলের কাজ করবো।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল