তাড়াশে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণ করেছে আজাদ হোসেন নামের এক লম্পট। বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তাড়াশ থানায় রাতেই প্রতিবন্ধী কিশোরীর মা রেনুকা খাতুন বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. মনজুর রহমান।
কিশোরীর মা রেনুকা খাতুন জানান, তার প্রতিবন্ধী মেয়ে হাসিনাকে (১৮) বাড়িতে রেখে সকালে পার্শ¦বর্তী নওগা ইউনিয়নের ভায়াট গ্রামে আত্বীয় বাড়িতে যায়। আরেক মেয়ে পঁঞ্চম শ্রেণির ছাত্রী আদুরী খাতুন দুপুরে স্কুল থেকে ফিরে তাদের থাকার ঘরে দরজা দেওয়া দেখে ডাক চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশী সোনাউল্লাহ তালুকদারের ছেলে আজাদ (৩০) ঘর থেকে বের হয়ে সামনে দৌড়ে পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে হাসিনাকে উলঙ্গবস্থায় পায়। তাছাড়া ধর্ষণের সব আলামত দেখতে পায়।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. মনজুর রহমান বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাছাড়া কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন