‘তিন বছরের মধ্যে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলবে’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী তিন বছরের মধ্যেই স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। আগামী ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করবেন।’
রোববার দুপুর ১২টায় জাজিরা পয়েন্টে প্রকল্প কার্যালয়ে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাভানা আক্তার, শরীয়তপুর জেলা প্রশাসক রাম চন্দ্র দাস ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেতুমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু করার জন্য এই এলাকার মানুষের তাদের পৈতৃক ভিটামাটি ছাড়তে হয়েছে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে এলাকার মানুষ এই ত্যাগ স্বীকার করেছেন।
সভা শেষে মন্ত্রী পদ্মা সেতু এলাকার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন