‘তিন বছরের মধ্যে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলবে’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী তিন বছরের মধ্যেই স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। আগামী ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করবেন।’
রোববার দুপুর ১২টায় জাজিরা পয়েন্টে প্রকল্প কার্যালয়ে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাভানা আক্তার, শরীয়তপুর জেলা প্রশাসক রাম চন্দ্র দাস ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেতুমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু করার জন্য এই এলাকার মানুষের তাদের পৈতৃক ভিটামাটি ছাড়তে হয়েছে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে এলাকার মানুষ এই ত্যাগ স্বীকার করেছেন।
সভা শেষে মন্ত্রী পদ্মা সেতু এলাকার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













