তিন শিশুর গলা জড়াজড়ি করা লাশ উদ্ধার
ঝিনাইদহে পানিতে ডুবে নিহত হয়েছে তিন শিশু। আজ সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- মামুনশিয়া গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে রিয়া (১০), ছেলে নীরব (৮) ও ননী মিয়ার ছেলে মুরাদ (১০)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল তিন শিশু। এদের মধ্যে শিশু নীরব সাঁতার জানত না। খেলার একপর্যায়ে ভেলাটি উল্টে গেলে তিন শিশুই পানিতে পড়ে যায়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর জানান, বেলা ১১টার দিকে তিন শিশুর গলা জড়াজড়ি করা অবস্থায় লাশ উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে নীরবকে বাঁচাতে গিয়ে রিয়া ও মুরাদও পানিতে ডুবে যায়। সে কারণেই তিন শিশুকে গলা জড়াজড়ি করা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রিয়া, নীরব ও মুরাদের লাশ তাদের পরিবারের কাছেই আছে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন