তীব্র শীতে বাড়ছে শিশু রোগী
তীব্র শীতে ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ভর্তির সংখ্যা বেড়ে গেছে।
গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকাসহ ১৭টি ইউনিয়ন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ চিকিৎসার জন্য এখানে আসছেন। এ ছাড়াও এ উপজেলার পাশে শিবপুর, ঘোড়াঘাট ও বোনারপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত রোগী আসে এ হাসপাতালে।
সম্প্রতি শীতের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া ও কাশিসহ ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালেও রোগীর ভিড় বাড়ছে।
হাসপাতাল সূত্র জানা গেছে, গত এক সপ্তাহে জন্ম থেকে পাঁচ বছরের আড়াই শতাধিক শিশু ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়েছে। হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ জিলহক আকন্দ জানান, এর মধ্যে মুমূর্ষু অবস্থায় উপজেলা হাসপাতালের আন্তঃবিভাগে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ৮০ জন।
৫০ বেডের হাসপাতালটি বর্তমানে ২১ জন মেডিকেল অফিসারের বিপরীতে আছেন ১৩ জন, ১০ জন কনসালট্যান্ট এর স্থলে কর্মরত আছেন ৪ জন ও ১৬ জন নার্সের স্থানে আছেন ১৫ জন। অর্থাৎ মেডিকেল অফিসার, কনসালট্যান্ট ও নার্সসহ মোট ৪৭ জনের পদ থাকলেও সেখানে কর্মরত আছেন মাত্র ৩২ জন। অপর ১৫ জনের পদ শূন্য থাকায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯০ বছরের বৃদ্ধা ছহিরন বেওয়া আন্তঃবিভাগে ভর্তি হয়েছেন। রোগীর চাপে বেড সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়াও মাহি (৮ মাস), নাফি (৯ মাস), সিয়াম (৭ মাস), প্রত্যয় ( ৪ মাস), আশিক (৫ মাস), হাসনা ( ৫০), হাসিব ( ৩মাস), শাকিব ( ৬ মাস), পদ্মা সরকার (৪৫), লাল মিয়া (৮০), আব্দুল খলিল ( ৭৫) ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে।
ছহিরন বেওয়ার সঙ্গে আসা নাতনি শাপলা (২০) জানান, পর্যাপ্ত বেড না থাকায় অনেক সময় রোগীদের নিয়ে বিপাকে পড়তে হয়। তিনি হাসপাতালটির বেড বৃদ্ধির দাবি জানান।
রোগীরা অভিযোগ করে বলেন, হাসপাতালে খাওয়ার স্যালাইন ছাড়া আর কোনো ওষুধ পাওয়া যায় না। স্যালাইন বাদে সব ধরনের ওষুধ সংগ্রহ করতে হয় বাইরে থেকে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসা করিম জানান, এখানে প্রতিদিন গড়ে ৮/১০ জন শিশু ঠাণ্ডাজনিত কারণে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছে। তাদের সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি জানান, প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হওয়ায় ওষুধ সংকট হওয়া স্বাভাবিক।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন