তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার এক ঘুষিতে চাচার মৃত্যু!
ঢাকার সাভার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে বাক-বিত-ার এক পর্যায়ে ভাতিজা আরমানের (২৫) ঘুষিতে চাচা বরকত আলীর মৃত্যুর হয়েছে। রবিবার দুপুরে আশুলিয়ার গৌরীপুর এলাকায় এঘটনা ঘটে।
নিহতের বরকত আলীর অপর ভাতিজা আলী জানায়, আজ তাদের বাড়ির সামনে সরকারি রাস্তার পাশের ড্রেনের মাটি কাটাকে কেন্দ্র করে চাচা বরকত আলীর সাথে তার চাচাতো ভাই আরমানের বাক-বিত-া হয়। এর এক পর্যায়ে আরমান তার চাচা বরকত আলীকে এলোপাথারী ঘুষি দিতে থাকে।
এতে ঘটনাস্থলেই চাচা বরকত আলী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ বিকেলে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ঘটনাটি খুবই অনাকাঙ্খিত ও হৃদয় বিদারক। এ ঘটনায় নিহতের মেয়ে বাদি হয়ে আরমান ও আরমানের ভাই রহমান ও স্থানীয় রাজ্জাক মোল্লাকে আসামি করে মামলা দায়ের করেছেন।
তাই যত দ্রুত সম্ভব আসামিদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন