তুমি কোন কাননের ফুল
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছেন “তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা।” সেই স্বপ্ন আসুক আর না আসুক, হেমন্ত এসেছে। আর কিছু দিন পরেই ফুলের গন্ধে মাতবে ফুলকুমারিরা। সেই সুবাস ছড়িয়ে পড়বে প্রকৃতির মাঝে। প্রকৃতি প্রেমীরা হাড়িয়ে যাবেন সেই গন্ধে। লেখক হয়তো খুঁজে পাবেন নতুন লেখা কোন গন্ধের সুবাস। এভাবেই পার হয়ে যাবে হেমন্তকাল।
কিন্তু সুবাস হয়তো নেই জাতীয় ফুল শাপলার। তাও আবার গোলাপী শাপলা। সেই শাপলা কানে গুজে নিলো একটি মেয়ে। কি চমৎকার দৃশ্য! সেই দৃশ্যের অধিকারী মডেল ও অভিনেত্রী আইরিন আফরোজ। বর্তমান সময়ে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। সেই বিজ্ঞাপনেই এমন দৃশ্যে দেখতে পাবেন তাকে দর্শক। ব্যস্ততা রয়েছে তার ধারাবাহিক নাটক কিংবা একক নাটকেও।
হেমন্ত চলে গেলেও আসবে শীত তারপর বসন্ত। প্রকৃতির এই রুপের মতোই মুগ্ধতা ছড়িয়ে পড়ুক আইরিন আফরোজের অভিনয়ে। তার সেই পথচলায় সঙ্গী হোক বছরের ছয়টি ঋতু।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন