তুরস্কের দূতাবাসের কাজ পুরোদমে চলছে : বিবৃতি

ঢাকায় তুরস্কের দূতাবাস খোলা এবং এর কাজ পুরোদমে চলছে বলে সংবাদ মাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের পর রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘটনায় দূতাবাসের কার্যক্রম নিয়ে গণমাধ্যমে নানা বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ‘গণমাধ্যমে প্রকৃত তথ্যের ওপর ভিত্তি করে খবরগুলো প্রকাশিত হয়নি। তাই আমরা এ ব্যাপারে স্পষ্ট করার প্রয়োজনীয়তা অনুভব করেছি যে, ঢাকায় তুরস্কের দূতাবাস খোলা রয়েছে এবং এর কার্যক্রম পুরোদমে চলছে।’
বিবৃতিতে আরো বলা হয়, দূতাবাসে অনলাইন ভিসা আবেদন ব্যবস্থার মাধ্যমে ভিসা দেওয়া অব্যাহত রয়েছে। এর আগে আলোচনার জন্য তুরস্কের সরকার ঢাকা থেকে রাষ্ট্রদূত ডেভরিম ওজটুর্ককে প্রত্যাহার করে নেয়। এটি স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার।
নিজামীর ফাঁসি কার্যকরের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এর নিন্দা জানান। তুরস্কের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
গত ১০ মে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করে সরকার। তার বিরুদ্ধে আদালতে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবীর হত্যার অপরাধ প্রমাণিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন