তৃতীয় ম্যাচে তামিমদের পরাজয়

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ পিএসএলে টানা দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবে তৃতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা আর বজায় রাখতে পারেননি তিনি। আর তার দল পেশোয়ার জালমিও এই ম্যাচে জয়ের দেখা পায়নি। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে তারা ৩ উইকেটে পরাজিত হয়েছে।
পিএসএলের সপ্তম ম্যাচে রবিবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ার জালমি মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্লাডিয়েটর্সের। টসে হেরে পেশোয়ার জালমি ব্যাট করতে নামে। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও মোহাম্মদ হাফিজ সংগ্রহ করেন ২২ রান। তবে ম্যাচের পঞ্চম ওভারেই এই জুটিকে পরাস্ত করেন গ্লাডিয়েটর্সের বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ।
এই ম্যাচে তামিম আগের দুই ম্যাচের মত পারফরম্যান্স করতে পারেননি। মোহাম্মদ নওয়াজের বলে আউট হয়ে ১৪ রানেই সাজঘরে ফিরে যেতে হয়েছে। পরে ড্যারেন স্যামির ব্যাট থেকে ৩১ বলে ৪৮ রানের সুবাদে দলের স্কোর গিয়ে দাড়ায় ১৩৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে কোয়েটা গ্লাডিয়েটর্স। তিন উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
অন্যদিকে সাকিবের দল করাচি কিংসও তাদের তৃতীয় ম্যাচে জয়ের দেখা পায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন