তেলবাহী ট্যাঙ্কার-বাস সংঘর্ষে ৩৫ জন নিহত
আফগানিস্তানে তেলবাহী ট্যাঙ্কার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন। আজ রোববার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে এ দুর্ঘটনা ঘটে।
জাবুলের গভর্নর বিসমিল্লাহ আফগানমাল বলেন, যাত্রীবাহী বাসটি কান্দাহার থেকে কাবুল যাচ্ছিল। পথে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
বিসমিল্লাহ আফগানমাল বলেন, দুর্ঘটনাস্থলে নারকীয় পরিবেশ সৃষ্টি হয়। ওই ঘটনায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। অনেকের শরীর পুরোপুরি পুড়ে গেছে। দুর্ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন।
জাবুলের পুলিশের উপপ্রধান গুলাম জিলানি ফারাহি বলেন, দুর্ঘটনায় আহতদের জরুরি ভিত্তিতে জাবুল ও কান্দাহার প্রদেশের হাসপাতালে নেওয়া হয়েছে।
কাবুল-কান্দাহার মহাসড়কের অনেক স্থান সন্ত্রাসপ্রবণ। সন্ত্রাসীদের হামলা এড়াতে অনেক বাসচালক এখানে বেপরোয়া গাড়ি চালান।
বিশ্বের অন্যতম ভয়ংকর সড়কের কয়েকটিই আফগানিস্তানে। দেশটির অধিকাংশ সড়কই ভাঙাচোরা এবং ট্রাফিক আইনের প্রয়োগ নেই বললেই চলে। একই সঙ্গে আফগানিস্তানের সড়ক পরিবহন অনেকাংশেই পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহনের ওপর নির্ভরশীল। এসব কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে আফগানিস্তানে।
চলতি বছরের মে মাসে আফগানিস্তানের গজনি প্রদেশে তেল ট্যাঙ্কার ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ৭৩ জন নিহত হন। ২০১৩ সালের এপ্রিলে একই রকম অপর এক সড়ক দুর্ঘটনায় ৪৫ জন নিহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন
সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন













