তেলের অভাবে শৈলকুপা হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, চরম ভোগান্তিতে রোগীরা
আতিক টুটুল, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা ১ মাস যাবত বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নব্বইয়ের দশক থেকে অ্যাম্বুলেন্স সেবা চালু রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বছরে ২ বার অ্যাম্বুলেন্সের তেল বরাদ্ধ হয়, এবং গাড়াগঞ্জ জে.ভি ফিলিং ষ্টেশন থেকে এ তেল বাকিতে নেয়া হয়, পরবর্তীতে বরাদ্ধ থেকে পরিশোধ করা হয়।
কিন্ত সেখানে ৪ লাখ টাকা বাকি পড়ায় পাম্প কর্তৃপক্ষ তেল দিচ্ছে না ফলে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে রোগিরা। মাঠপাড়ার হাফিজ জানান, তার ভাই খোকনকে খুদের মোড় নামক স্থান থেকে হামলা করার পর, মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে, ঝিনাইদহে স্থানান্তর করা হয়, কিন্ত অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় সাধারন গাড়িতে তাকে নিয়ে যেতে হয়।
তাতে সময় বেশী লেগে যায়, এবং প্রচুর রক্তক্ষরন হয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার বাবর জানান, আমাদের বছরে ২ বার তেল বরাদ্ধ দেয়া হয়, যেটা আমাদের চাহিদার তুলনায় অনেক কম, পাম্পে ৪ লক্ষাধিক টাকা বাকি হওয়ায় তারাও তেল দিচ্ছে না, তাই অ্যাম্বুলেন্স সেবা বন্ধ আছে। তবে রোগীদের ভাড়ার টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করা যায় কিরা না বেবে খোর দাবী উঠেছে রোগীদের পক্ষে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন