তেল শোধনাগার নির্মাণে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফ্রান্স
বাংলাদেশে দ্বিতীয় তেল শোধনাগার নির্মাণে দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ফ্রান্স। এছাড়া বঙ্গবন্ধু স্যাটালাইট প্রকল্পে আরও ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সফি এবার্ট আম্বা। বৈঠক শেষে তোফায়েল আহমেদ ও রাষ্ট্রদূত সাংবাদিকদের এ তথ্য জানান।
তোফায়েল আহমেদ বলেন, ‘ফ্রান্সে একমাত্র অস্ত্র ছাড়া আমরা সব পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাই। জিএসপি প্লাস পাওয়ার ক্ষেত্রে ফ্রান্স বাংলাদেশকে সহায়তা করবে বলেও রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা রফতানি পণ্য বহুমুখীকরণে তৈরি পোশাকের পাশাপাশি হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, ওষুধপণ্য ফ্রান্সে রফতানি করি।’
এছাড়া বাংলাদেশে পানি পরিশোধন প্রকল্প নির্মাণে যৌথভাবে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বিদেশি তিন দাতা সংস্থা। এ সংস্থাগুলো হলো- এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি), অ্যাসোসিয়েশন ফর ফ্রান্স ডেভলপমেন্ট এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক।
এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হোদায়েতুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি প্যারিস বাণিজ্য মেলায় বাংলাদেশের অনেক ব্যবসায়ী ভিসা পাননি। এই প্রথম এ ধরনের জটিলতা তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের অনেক ব্যবসায়ী ওই মেলায় স্টল বরাদ্দ পাওয়ার পরও অংশ নিতে পারেননি। বিষয়টি নিয়ে ফ্রান্স সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের আশ্বাস দিয়েছে আগামীতে এ ধরনের সমস্যা হবে না।’
এ সময় অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন