শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

৫ ওভারের মধ্যে ২১ রানে নেই ৪ উইকেট। সেই দল কি পরে ১০০ রানে জিততে পারে! এমন কাণ্ডই ঘটালো ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এই ব্যবধানে হারিয়ে ক্যারিবিয়ানরা উঠে গেছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে ড্যারেন ব্রাভো দলের সংগ্রহ বড় করেছেন আগে। পরে পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও স্পিনার সুনীল নারিন ধসিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। রবিবারের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা।

স্ট্রোকে ভরা ১০২ রানের ইনিংস খেলেছেন ব্রাভো। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। তার ইনিংসের ওপর ভর করেই শুরুর ধাক্কা কাটিয়ে ৪৯.৫ ওভারে ২৮৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের কেনসিংটন ওভালে নিজের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিলেন গ্যাব্রিয়েল। প্রোটিয়াদের টপ অর্ডার ভেঙ্গেছেন তিনি। আতঙ্ক ছড়ানো চার ওভারে তিনি তুলে নিয়েছেন কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের উইকেট। এখান থেকে আর ফেরা হয়নি দক্ষিণ আফ্রিকার। শেষ পর্যন্ত ৪৬ ওভারে ১৮৬ রানে অল আউট হয়েছে তারা।

৪-১-১৩-৩। এই হলো নতুন বলে প্রথম ৪ ওভারে গ্যাব্রিয়েলের হিসেব। প্রথম ওভারেই কেবল উইকেট পাননি। চতুর্থ ওভারটি উইকেট মেইডেন। তাতে ডি কক, ডু প্লেসি ও ডি ভিলিয়ার্সের মতো ভয়ঙ্কর ব্যাটসম্যানদের রানের যোগফল ১১! অফ স্পিনার নারিন ওপেনার হাশিম আমলাকেও (১৬) টিকতে দেননি। এভাবে একের পর এক উইকেট হারাতে হারাতে চলতে থাকে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩টি করে উইকেট নেন গ্যাব্রিয়েল ও নারিন। ৫ ওভারে ১৭ রান দিয়েছেন গ্যাব্রিয়েল। নারিন ১০ ওভারে দেন ২৮ রান। ৯৬ রানে ৭ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা শেষ উইকেটে ৫১ রানের জুটি গড়েছে। মর্নে মর্কেলের অপরাজিত ৩২ ও ইমরান তাহিরের ২৯ রান কেবল দলের সংগ্রহ বাড়িয়েছে।

এর আগে কাগিসো রাবাদার তোপের মুখে ধসের সূচনা ক্যারিবিয়ান ইনিংসে। তিন নম্বরে ব্যাট করা ব্রাভো রুখে দাঁড়ান। কাইরন পোলার্ড সঙ্গ দেন তাকে। তাতে পঞ্চম উইকেটে ১৫৬ রানের জুটি গড়ে ওঠে। পোলার্ড ৬২ রানে বিদায় নেওয়ার পর সেঞ্চুরি হয় ব্রাভোর। তবে সেঞ্চুরির পরই বিদায় নেন তিনি। তার আগে ১২টি চার ও ৪ ছক্কায় মন জুড়িয়েছেন সমর্থকদের। অধিনায়ক জ্যাসন হোল্ডার ৪০ ও কার্লোস ব্রাথওয়েট অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেছেন। শেষের আবার ঠিক ২১ রানেই ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তার মানে ৪৪ রানে ৮ উইকেট হারানোর পরও প্রায় তিনশো রান তাদের!

এই সংক্রান্ত আরো সংবাদ

ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা