দর্শকের চাওয়ায় আমরা আবারো ফিরে এসেছি : নোবেল

দেশের জনপ্রিয় জুটি মৌ-নোবেল দীর্ঘ ১৫ বছর পর আবারো বিজ্ঞাপনে ফিরেছেন। গোলাম কিবরিয়া ফারুকীর নির্দেশনায় একটি বিজ্ঞাপন চিত্রে দর্শকরা তাঁদের দুজনকে এখন দেখতে পাচ্ছেন। এদিকে বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন মৌ ও নোবেল। এ বিষয়ে আমাদের সাথে আলাপ করেছেন নোবেল।
প্রশ্ন : দীর্ঘদিন পর বিজ্ঞাপনে কাজ করলেন। এত দিন বিরতি নিয়েছিলেন কেন?
উত্তর : হয় তো বিজ্ঞাপনের ভালো স্ক্রিপ্ট পাইনি। এতটুকু বলতে চাই, দীর্ঘদিন পর রবির মাধ্যমে আমরা আবারো বিজ্ঞাপন করলাম। এ জন্য রবির কাছে আমি কৃতজ্ঞ।
প্রশ্ন : আগে তো অনেক বিজ্ঞাপন করেছেন। এই বিজ্ঞাপন সম্পর্কে বিশেষ কিছু বলবেন কী?
উত্তর : আমি আর মৌ অসংখ্য বিজ্ঞাপন করেছি। আমাদের দুজনের বোঝাপড়া অনেক ভালো। আগে যেটা হতো কিছুদিন পরপর আমাদের বিজ্ঞাপনের শুটিং থাকত। লম্বা বিরতি ভেঙ্গে রবি আমাদের কাজটি করার সুযোগ করে দিয়েছে। আমার মনে হয়, আমাদের নতুন এই কাজের সঙ্গে দর্শকরা তাঁদের মনের মিল খুঁজে পেয়েছেন। অনেক সাড়া পাচ্ছি। আমি বেশ উপভোগ করছি।
প্রশ্ন : দর্শকদের প্রতিক্রিয়া কীভাবে নিচ্ছেন?
উত্তর : অনেক ভালোভাবেই নিচ্ছি। আমাদের একটা চিন্তা ছিল, এত দিন পর বিজ্ঞাপন করছি দর্শকরা আসলে কীভাবে নেবেন? আমরা কসটিউম ও গল্প নিয়ে অনেক ভেবেছি। বিজ্ঞাপনটি প্রচারের পর বুঝতে পারছি দর্শকরা হতাশ হননি বরং আনন্দিত হয়েছেন। কিছু দর্শক বিজ্ঞাপনের গল্পের সঙ্গে আমাদের সম্পৃক্ত করছেন। কেউ কেউ বলছেন এই গল্পে নাটক বানালে খুব ভালো হবে। আর বাইরে বের হলে দর্শকরা আমাকে দেখে প্রায় বলতেন, ‘আপনি আর মৌ আপু বিজ্ঞাপনে নেই কেন?’ বলতে পারেন, দর্শকের চাওয়ায় আমরা আবারো ফিরে এসেছি ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন