দর্শক হয়েই থাকবেন মাশরাফি !

যিনি খেলেন নিজের শতভাগ উজাড় করে, যার জীবনের চেয়েও বেশি ভালবাসেন ক্রিকেটকে। ইনজুরিতে পড়েন, থাকতে হয় মাঠের বাইরে। সেই মাশরাফিই এখন দর্শক হয়ে থাকবেন।
মাশরাফি বিন মুর্তজাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে হবে বাংলাদেশকে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে স্লো ওভার রেটের জন্য এক ওয়ানডে নিষিদ্ধ হয়েছিলেন ম্যাশ।
শাস্তিটা ত্রিদেশীয় সিরিজে এসে ভোগ করতে হচ্ছে মাশরাফিকে। তবে পরবর্তী তিন ম্যাচে খেলতে কোনো বাধা নেই। সব কিছু
ঠিকঠাক থাকলে ওই ম্যাচগুলোতে দেখা যাবে লাল-সবুজের দলনেতাকে।
এদিকে সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প সেরে আয়ারল্যান্ডে আছে বাংলাদেশ দল। আজ বিশ্রাম নেওয়ার পর মঙ্গলবার থেকে আয়ারল্যান্ডে অনুশীলন শুরু করবে সাকিব-তামিমরা।
১০ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা।
১৯ মে আবার আয়ারল্যান্ড ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে ফিরে যাবে বাংলাদেশ। প্রস্তুতি পর্বে ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ।
১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। ৫ জুন ইংল্যান্ডের ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ ৯ জুন কার্ডিফের সুফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। এর আগে ইংল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে মাশরাফি বাহিনী।
প্রথম প্রস্তুতিতে মুশফিকুর রহিমের নেতৃত্বে নরফোক একাদশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করেছিল সফরকারীরা। অবশ্য বৃষ্টির বাগড়ায় ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে সাসেক্স একাদশকে ১৩৪ রানে পরাজিত করেছে বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন