মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দলীয় প্রতীকে কৌতূহল ও উচ্ছ্বাসের ভোট আজ

প্রথমবারের মতো দেশের কোনো সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীকে ভোট হচ্ছে  নারায়ণগঞ্জে। দেশের দুই প্রধান দল এই নির্বাচনে নিজেদের জড়িয়েছে কেন্দ্রীয়ভাবে। একই সঙ্গে আবার দুই দলের প্রার্থীই দলের স্থানীয় শীর্ষ নেতাদের ‘আন্তরিক সহযোগিতা’ পাননি বলে গুঞ্জন আছে।  ফলে গত কদিন ধরে ‘তৃতীয় পক্ষ’ বলে একটা বেশ আলোচনায়  এসেছে দুই মেয়র প্রার্থীর মুখে।

এ নিয়ে সর্বত্র এখন কৌতূহল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন কি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে? গতবারের নির্বাচনের মতো বিএনপির প্রার্থী কি ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই নির্বাচন বর্জন করবেন? গোপনে কি আইভীর বিরোধিতা করবে দলীয় প্রতিদ্বন্দ্বীরা? আইভী কিংবা সাখাওয়াতের মধ্যে কেউ কি ষড়যন্ত্রের বলি হবেন?

এমন সব কৌতূহলের পাশাপাশি সিটি নির্বাচন নিয়ে আগ্রহেরও শেষ নেই নারায়ণগঞ্জবাসীর। আছে বিপুল উচ্ছ্বাস। তাই কৌতূহল আর আগ্রহরে মধ্যে আজ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে- এমন প্রত্যাশা সাধারণ মানুষের। প্রশাসনও সুষ্ঠু নির্বাচনের জন্য নিয়েছে সব রকম প্রস্তুতি।

প্রধান প্রধান সড়কে তো বটেই, অলিগলিতেও বিপুল পোস্টার, নৌকা, ধানের শীষ বা কাউন্সিলর প্রার্থীদের প্রতীক তৈরি করেছে উৎসবের আবহ। কে জিতবে কে জিতবে না-এ নিয়ে হিসাব-নিকাশ চলছে নগরবাসীর মধ্যে। নিজেরা নানা বিশ্লেষণ করছেন, ষড়যন্ত্র তত্ত্বও আসছে তাতে।

নগরীর গ্রীন্ডলেজ ব্যাংকের পাশের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন ব্যাংকার। আশপাশের বিভিন্ন ব্যাংকের চাকুরে তারা। এদের একজন সেলিম আহমেদ বললেন, এই নির্বাচনকে চরম সুষ্ঠু দেখিয়ে ফেল করানো হবে আইভীকে। এতে বিএনপি সন্তুষ্ট হবে। তারা জাতীয় নির্বাচনে আসবে।

তার বিরোধিতা করে আড্ডায় আরেক ব্যাংকার আফসার মাহমুদ বললেন, এমন হবে না। বরং ডা. আইভীর বিপুল জনপ্রিয়তা দেখে সকালে সেনাবাহিনী নিয়োগ না করার অজুহাত তুলে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে। তিনি টানলেন সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের উদাহরণ। ওই নির্বাচনে ভোট গ্রহণের কয়েক ঘণ্টা আগে বিএনপি বসিয়ে দেয় তাদের প্রার্থী তৈমুর আলম খন্দকারকে।

তাদের আরেক বন্ধু ব্যাবসায়ী মনসুর আহমেদ। তিনি বিএনপি সমর্থক। তিনি বললেন, নির্বাচন সুষ্ঠ হবে না। আওয়ামী লীগের মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের জেতানোর ব্যবস্থা করা হবে। বন্ধুদের কয়েকজন এ সময় তাকে জেঁকে ধরলেন। নির্বাচন সুষ্ঠু হবে না এমন কোনো লক্ষণ কি দেখা গেছে ? এ নিয়ে শুরু হলো তর্ক। এ আড্ডা নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জবাসীর নানা মতের প্রতিফলন।

শঙ্কা নেই সাধারণ ভোটাদের

তবে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে তৈরি হয়ে উচ্ছ্বাস।  ৪ নম্বর ওয়ার্ডে ভোটার শিক্ষক রুবেল হোসেন জানান, ‘এখন পর্যন্ত আমাদের মধ্যে ভোট নিয়ে কোনো শঙ্কা কাজ করছে না। আমি আমার স্ত্রী একসাথে সকালে ভোট দিতে যাব। আমাদের দুই বাচ্চা। তাদের বাসায় একা রেখে যেতে পারব না। তাই তাদেরও সঙ্গে নিয়ে যাব।’

৩ নম্বর ওয়ার্ডের ভোটার সিরাজুল ইসলাম জানান, ‘কোনো প্রার্থী কিংবা তাদের লোকজন কারো পক্ষে ভোট দিতে হুমকি-ধমকি দেয়নি। অনেক কাউন্সিলর প্রার্থী যে যার মতো ভোট চেয়ে গেছেন। তাদের ভোট দিতে হবে এমন কোনো ভয়ভীতি দেয়নি। তবে আমাদের মধ্যে এখনো কোন শঙ্কা কাজ করছে না। আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। ’

৫ নম্বর ওয়ার্ডের ভোটার শামীম রহমান জানান, নৌকা ও ধানের শীর্ষ নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে।
২ নম্বর ওয়ার্ডের ভোটার অ্যাডভোকেট আনিছুর রহমান জানান, এখনো ভোট নিয়ে কোন আতঙ্ক নেই। র‌্যাব, পুলিশ ও বিজিবি টহল দিতে দেখেছি। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। তবে আশা করছি সুষ্ঠু নির্বাচনই হবে।’

নির্বাচন কমিশনের প্রস্তুতি

নির্বাচন কমিশন বুধবার নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বেলা ১১টা থেকে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে অবস্থিত জেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে ১৭৪টি ভোটকেন্দ্রে।

এনসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ‘আমরা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রিজাইডিং অফিসারদের ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্স, ব্যালট, সিলসহ নির্বাচনী সরঞ্জাম দিয়ে দেয়া হয়েছে। তাদের সাথে স্থায়ী ফোর্স দেয়া হয়েছে। তারা ভোটকেন্দ্রে গেছেন। কেন্দ্রগুলো ভোট গ্রহণের উপযোগী করেছেন।

নিরাপত্তার বিষয়ে নুরুজ্জামান তালুকদার জানান, কেন্দ্রে মোতায়েন আইনশৃঙ্খলা বাহিনী, স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় কেন্দ্রের আশাপাশ ও কেন্দ্রগামী রাস্তা সব সময় পরিষ্কারর রাখা হবে, যাতে সুষ্ঠভাবে নির্বাচন করতে কোনো বাধা না থাকে।

সহিংসতা প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনের দায়িত্বে থাকা ফোর্সদের আমরা নির্দেশনা দিয়েছি- কোনো স্থানে যে স্কেলে ভায়োলেন্স হবে আইনের প্রয়োগও সে স্কেলে হবে। এবং সেটি কঠোর হবে। সাতটি বাহিনীর সাড়ে নয় হাজার ফোর্স এখানে থাকবে। যার মধ্যে চার হাজার ফোর্স ভোটকেন্দ্রে স্থায়ীভাবে অবস্থান করবে। বাকিরা স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে থাকবে।’

এবার নির্বাচনে ১৭৪টি কেন্দ্রের মধ্যে ১৩৭টিকে গুরুত্বপর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি। ১৬টি সংস্থার ৩২০ জন পর্যবেক্ষককে এর মধ্যে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে নজরদারি বেশি থাকবে।
আইভী ও সাখাওয়াত কখন ও কোথায় ভোট দেবেন

আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ১৬ নং ওয়ার্ডের ভোটার। তিনি সকাল সাড়ে ৯টায় পশ্চিম দেওভোগ এলাকার শিশুবাগ স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান সিটি এলাকার ১৩  নম্বর ওয়ার্ডের ভোটার। তিনি সকাল আটটায় আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
৭ মেয়র প্রার্থী, ২০১ কাউন্সিলর

১৪ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। ২৪ নবেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ ছিল। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয় ২৬ ও ২৭ নবেম্বর। ৪ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ৫ ডিসেম্বর ২০১ বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
গত ২৪ নবেম্বর আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও বিএনপি’র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৯ মেয়র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এদের মধ্যে নিয়ম অনুযায়ী ভোটারের স্বাক্ষর না থাকায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীকে সমর্থন দিয়ে মেয়র পদে জাসদ (ইনু) মোসলেম উদ্দিন আহেম্মদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সর্বশেষ এলডিপির কামাল প্রধান ও কল্যাণ প্রার্থীর রাশেদ ফেরদৌস বিএনপি’র প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সর্বশেষ আওয়ামীলীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও বিএনপি’র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৫ মেয়র প্রার্থী,

২৭টি সাধারণ ওয়ার্ডে ১৫৬ জন কাউন্সিলর প্রার্থী ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন নারী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
অতিঝুকিপূর্ণ ৭৪ কেন্দ্র

সর্বমোট ১৭৪টিট ভোট কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নারায়ণগঞ্জে দায়িত্বপালনকারী একটি গোয়েন্দা সংস্থা। এই কেন্দ্র গুলো হচ্ছে।- ১ নম্বর ওর্য়াড: জিয়াউল হক ইসলাম মডেল হাইস্কুল-বাতেন পাড়া, মিজমিজি পাইনাদি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ভোট কেন্দ্র-১, মিজমিজি পাইনাদি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ভোটকেন্দ্র-২। ২ নম্বর ওর্য়াড: মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র-২, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র-৩, আনন্দলোক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র, কান্দাহার।

৩ নম্বর ওর্য়াড: মাহমুদ ফেরদৌস মডেল স্কুল বাগমারা, সানারপাড় শেখ মরতুজা আলী উচ্চ বিদ্যালয় (পুরাতন ভবন)- সানারপাড়, গোল্ডেন চাইল্ড ইন্টা: স্কুল নিমাইকাশারী, বদরুন্নেছা আইডিয়েল স্কুল এন্ড কলেজ রসুলবাগ, আলী আকবর মডেল হাই স্কুল রসুলবাগ, সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৪ নম্বর ওর্য়াড: পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, আটি। শিমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিমরাইল। শিমরাইল দারুচ্ছুন্নাহ নেছারিয়া ছালিহা সিনিয়র মাদ্রাসা, শিমরাইল।

৫ নম্বর ওর্য়াড : সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র-১ আজবপুর, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র-২ আজিবপুর, সিদ্ধিরগঞ্জ দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয় কলাবাগ পূর্ব, সফুরা খাতুন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ গোদনাইল। ৬ নম্বর ওর্য়াড: সুমিলপাড়া সরকারী প্রাথমিক সুমিলপাড়া, নুরে মদিনা দাখিল মাদ্রাসা, সুমিলপাড়া, চর সুমিলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যায়ল- সুমিলপাড়া, আদমজীনগর এ্যাকটিভ হাই স্কুল- নতুন বাজার, এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়-কদমতলী।

৮ নম্বর ওর্য়াড: পপুলার ধনকুন্ডা হাই স্কুল-ধনকুন্ডা, অস্থায়ী ভোটকেন্দ্র পপুলার ধনকুন্ডা হাইস্কুলের সংলগ্ন, বি কে চাইল্ড হাই স্কুল, গোদনাইল বাস স্ট্যান্ড, তাতঁখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় তাতখানা-১, পাঠানটুলী আইলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়- আইলপাড়া, আব্দুল আজিজ বিদ্যা নিকেতন, এনায়েতনগর, জালকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, জালকুড়ি। ৯ নম্বর ওর্য়াড: জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজ (মহিলা ভোটকেন্দ্র)। ১১ নম্বর ওর্য়াড: ৪৬-৪৭ নং খানপুর বালক ও বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১২ নম্বর ওর্য়াড: নারায়ণগঞ্জ বার একাডেমী, খানপুর ভোটকেন্দ্র-১, নারায়ণগঞ্জ বার একাডেমী খানপুর ভোটকেন্দ্র-২, নারায়ণগঞ্জ বার একাডেমী খানপুর ভোটকেন্দ্র-৩।

১৩ নম্বর ওর্য়াড: নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ঈদগাহ মাঠ, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ঈদগাহ মাঠ ভোটকেন্দ্র-১, আদর্শ স্কুল নারায়নগঞ্জ ঈদগাহ মাঠ ভোটকেন্দ্র-২, সরকারী তোলারাম কলেজ ভোটকেন্দ্র-১, সরকারী তোলারাম কলেজ ভোটকেন্দ্র-২। ১৬ নম্বর ওর্য়াড: বাবুরাইল বেপারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশুবাগ বিদ্যালয় পশ্চিম দেওভোগ, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় দেওভোগ, বাবুরাইল বালক বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-১, বাবুরাইল বালক বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-২।

১৭ নম্বর ওর্য়াড: পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জয়গোবিন্দ হাই স্কুল ভোটকেন্দ্র-১, জয়গোবিন্দ হাই স্কুল ভোটকেন্দ্র-২, জয়গোবিন্দ হাই স্কুল ভোটকেন্দ্র-৩। ১৮ নম্বর ওর্য়াড: ১০ নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় শীতলক্ষা, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাষ্ট অব বেঙ্গল-শীতলক্ষা, গোগনগর সমাজ কল্যান পরিষদ কমিউনিটি সেন্টার-শহীদ নগর, নতুন গোগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়-শহীদনগর। ২০ নম্বর ওর্য়াড: ৫২ নম্বর  সোনাকান্দা বেপাড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-২, ৫১ নম্বর সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় সোনাকান্দা। ২১ নম্বর ওর্য়াড: সালেহনগর তৈয়ব হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। ২২ নম্বর ওর্য়াড: বন্দর শিশু নিকেতন কুমার পাড়া। ২৩ নম্বর ওর্য়াড:  একরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় উইলসন রোড ভোটকেন্দ্র-১, নবীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র-১, কদমরসুল ডিগ্রী কলেজ ভোটকেন্দ্র-১।
২৪ নম্বর ওর্য়াড: ৪৬ নম্বর কদম শরীফ সরাকারী প্রাথমিক বিদ্যালয়, ৬২ নম্বর কাজী নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় চৌরাপাড়া। ২৫ নম্বর ওর্য়াড: লক্ষনখোলা বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষনখোলা দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২৬ নম্বর ওর্য়াড: ঢাকেশ্বরী মিলস উচ্চ বিদ্যালয়। ২৭ নম্বর ওর্য়াড: কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র-১।
এবার মোট ভোটার পৌঁনে ৫ লাখ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এবার মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন। এর মধ্যে নারায়ণগঞ্জ সদরে ১ লাখ ৭৫ হাজার ৬২১ জন, সিদ্ধিরগঞ্জে ১ লাখ ৮৫ হাজার ৯৯৭ জন ও বন্দর ১ লাখ ১৩ হাজার ৩২২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৪টি। মোট ভোট কক্ষের সংখ্যা- ১ হাজার ৩শ’ ৪টি, অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ১২৬টি। এ নির্বাচনে সাধারণ ওয়ার্ড ২৭টি ও  সংরক্ষিত নারী ওয়ার্ড ৯টি। ঢাকাটাইমস

এই সংক্রান্ত আরো সংবাদ

জবিতে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি ছাত্রশিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করার অনুমোদনবিস্তারিত পড়ুন

একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক তাবলিগের দুই পক্ষের

নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপে বিভক্ত হয়ে আছে বাংলাদেশেবিস্তারিত পড়ুন

  • অক্টোবরে রেমিট্যান্স এলো ২৩০ কোটি ডলার
  • চালু হলো মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন
  • নতুন সংবিধানে যুক্ত হবে জুলাই অভ্যুত্থান, কার্যকর করবে অন্তর্বর্তীকালীন সরকার
  • মির্জা ফখরুল: মাইনাস টু ফর্মুলার কথা চিন্তাও করবেন না
  • প্রেস সচিব: আদানির বকেয়া দ্রুত পরিশোধ করা হবে
  • নির্বাচন কমিশন গঠনে ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটি
  • অধিনায়কদের কেন ছেড়ে দিল আইপিএলের ৫টি দল?
  • ঢাবি শিক্ষার্থীদের ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আল্টিমেটাম
  • নতুন কোচ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
  • নাহিদ: সর্বক্ষেত্রে তরুণরা নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে
  • বন্যায় স্পেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫৮
  • জাতীয় পার্টির শনিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত