“দলের সবাই কালকে মাশরাফি ভাইয়ের জন্য খেলবে”

আগামীকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির মাধ্যমে বাংলাদেশের এবারের শ্রীলংকা সফর শেষ হচ্ছে। ১-০ তে এগিয়ে থাকা শ্রীলংকা চাইবে সিরিজ নিজের করে নিতে। তবে বাংলাদেশ দলের কাছে আগামীকালের ম্যাচটির অনুভূতি অন্যরকম। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি হওয়ায় জয় ছাড়া যেন কিছুই ভাবছে না টাইগাররা। বুধবার ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে টাইগারদের প্রতিনিধি হয়ে আসা মোসাদ্দেক হোসেন জানান, বিদায়ী ম্যাচে মাশরাফিকে জয় উপহার দিতে চায় টাইগার শিবির।
টেস্ট ও একদিনের সিরিজে সমতায় ছিলো দুই দল। তবে কাল (বৃহস্পতিবার) জিতে গেলে এই সফরের ১ম কোনো ট্রফির একাই অংশীদার হবে শ্রীলংকা। তবে টাইগারদের প্রধান লক্ষ্য থাকবে সমতা। সংবাদ সম্মেলনে তারই আভাস দিলেন মোসাদ্দেক। তবে মোসাদ্দেক ম্যাচটি খেলতে চান মাশরাফি’র জন্য। তিনি বলেন, “কাল জয়ের বিকল্প কিছু নেই। আমার মনে হয় দলের সবাই কালকে মাশরাফি ভাইয়ের জন্য খেলবে। আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবো শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইবো ওই ম্যাচ জিতে তাকে বিদায়ী উপহার দিতে।”
দ্বিতীয় ও সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয়ের ব্যাপারে আশাবাদী মোসাদ্দেক আরো বলেন,“টি-টোয়েন্টিতে অনেক বেশি ইতিবাচক থাকতে হয়, অনেক বেশি আক্রমণাত্মক থাকতে হয়। আমাদের ব্যাটসম্যানদের সবাই ছন্দে আছে, সবাই রান পাচ্ছে। তারা যদি শেষ করে আসতে পারে তাহলে আমাদের জেতা সম্ভব।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন