মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দাদার ভুলে ‘সন্ত্রাসী’ হলো তিন মাসের শিশু

পরিবারের সঙ্গে ছুটি কাটাতে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাচ্ছিল তিন মাস বয়সী হার্ভে কেনিয়ন। বেড়াতে অবশ্য যাওয়া তার ভাগ্যে হয়েছে, কিন্তু তার আগে ঢুঁ মারতে হয়েছে মার্কিন দূতাবাসে। সেখানে কঠিন-কঠিন জেরার মুখে পড়েছে তিন মাস বয়সী এই পুঁচকে। যদিও এসবে কোন বিকার ছিল না হার্ভের। সে তার মতোই হাত-পা ছুঁড়ে খেলতে থাকে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের সামনে।

গোটা ঘটনার জন্য দায়ী কেনিয়নের দাদার একটি ছোট্ট ভুল। যুক্তরাষ্ট্রে ঢুকতে হলে ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ)-এর ফরম পূরণ করতে হয়। তিন মাসের ওই খুদের পক্ষে তার দাদা পল কেনিয়ন ফরমটি পূরণ করেন।

ফর্মে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ব্যক্তি কোনও কালে সন্ত্রাসমূলক কাজকর্ম, গুপ্তচরবৃত্তি, নাশকতা এবং গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন কি? বা এখনও যুক্ত রয়েছেন কি না? হ্যাঁ বা না- এই অপশনে টিক দিতে হত। তা করতে গিয়েই ভুলবশত তিনি হ্যাঁ-তে টিক চিহ্ন দিয়ে দেন।

সেই ফর্মটি দূতাবাসের কর্মকর্তাদের নজরে পড়তেই জিজ্ঞাসাবাদের জন্য হার্ভেকে ডেকে পাঠানো হয়। অবাক হয়ে যায় হার্ভের পরিবার। যে এখনও ঠিকঠাক করে উঠে বসতে পর্যন্ত পারে না, সে সন্ত্রাস-গুপ্তচরবৃত্তি-গণহত্যার সঙ্গে যুক্ত থাকবে কী করে! তখনই টনক নড়ে হার্ভের দাদার। বুঝতে পারেন কী ভুলটাই না তিনি করে ফেলেছেন। কিন্তু উপায় নেই, তাই হার্ভেকে নিয়ে বাড়ি থেকে ১০ ঘণ্টা যাত্রা করে পৌঁছান চেশায়ারের মার্কিন দূতাবাসে, সঙ্গে ছিলেন হার্ভের মা। কিন্তু সশরীরে হাজির হলেও এত সহজে রেহাই মেলেনি হার্ভে এবং তার পরিবারের।

হার্ভেকে উদ্দেশ্য করে একটার পর একটা প্রশ্ন ছুড়ছিলেন কর্মকর্তারা। তাতে অবশ্য পাত্তা দেয়নি হার্ভে। সে নিজের তালেই ছিল। হাত-পা ছুঁড়ে দিব্যি মজে ছিল খেলায়। ঘণ্টাখানেক ‘জেরার’ পর শেষমেশ রেহাই মেলে তার। কিন্তু ততক্ষণে যুক্তরাষ্ট্রে যাওয়ার ফ্লাইট ছেড়ে দিয়েছে। অতিরিক্ত তিন হাজার পাউন্ড খরচ করে ফের টিকিট কাটেন তারা।

গোটা ঘটনায় বিরক্ত পল বলেন, ‘কোনও সন্ত্রাসবাদী কি ওই জায়গায় নিজে থেকে হ্যাঁ-তে টিক দেবে? এটা যে নিছকই ভুল তা বোঝা উচিত ছিল।’ মার্কিন দূতাবাসের পক্ষে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের