দাফনের আগে কেঁদে ওঠা সেই নবজাতকের রক্তপাত বন্ধ হচ্ছে না

দাফনের আগ মুহূর্তে কেঁদে ওঠা ফরিদপুরের সেই নবজাতক গালিবা হায়াত বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। চিকিৎসকের বরাত দিয়ে নবজাতকের এক স্বজন জানান, নবজাতক বড় ধরনের ইনফেকশনে আক্রান্ত। তার শরীর থেকে রক্তপাত বন্ধ হচ্ছে না।
উন্নত চিকিৎসার জন্য হাঙ্গেরিপ্রবাসী এক বাংলাদেশির সহায়তায় গতকাল শনিবার বিকেলে ওই নবজাতককে হেলিকপ্টারে করে ঢাকা নেওয়া হয়।
নবজাতকের চাচা শামীমুল হক তালুকদার আজ রোববার মুঠোফোনে বলেন, ওই নবজাতক স্কয়ার হাসপাতালের চিকিৎসক আবতাব ইউসুফের অধীনে ওই হাসপাতালের নবজাতকের আইসিইউতে চিকিৎসাধীন। ওই চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, শিশুটি বড় ধরনের ইনফেকশনে আক্রান্ত হয়েছে। রক্ত পরীক্ষার জন্য শিশুটির শরীর থেকে রক্ত নেওয়া হয়েছিল। রক্ত নেওয়ার সেই জায়গা থেকে রক্তপাত বন্ধ করা যাচ্ছে না। পাশাপাশি শিশুটিকে রক্ত দেওয়া হচ্ছে।
গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে এই শিশুটির জন্ম হয়। শিশুটিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে দাফনের সময় শিশুটি কেঁদে ওঠে।
এদিকে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জন কার্যালয় থেকে গঠিত দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। একটি তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান রোববার বলেন, ‘তদন্ত কমিটি রোববার দুপুর থেকেই কাজ শুরু করেছে। ইতিমধ্যে রিজিয়া আলমসহ দুই চিকিৎসকসহ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।’ সোমবার তদন্ত কমিটি দ্বিতীয় দফায় সভা করে প্রতিবেদন তৈরির কাজ শুরু করবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন