দারুণ জুটি গড়ে সৌম্য-সাব্বিরের বিদায়
প্রথম ওভারেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া টাইগাররা ম্যাচে ফিরে ওপেনার সৌম্য সরকার এবং ওয়ান ডাউনে নামা সাব্বির রহমানের ব্যাটিং দাপটে। দুজনের ব্যাটিং তাণ্ডবে ৫ ওভারেই ৫৭ রান তোলে বাংলাদেশ। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে দ্রুত রান নিতে গিয়ে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন সাব্বির রহমান। ১৬ বলে ২৯ রানে অপরাজিত সৌম্যর সঙ্গী হন মুশফিকুর রহিম। কিন্তু ২৯ রানেই ভিকম সঞ্জয়ার বলে থিসারা পেরেরার হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য। এই মুহূর্তে মুশির সঙ্গী হয়েছেন সাকিব আল হাসান।
খেলাটি আপনার মোবাইল থেকে সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
প্রেমাদাসা স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় বলেই তামিমের গুরুত্বপূর্ণ উইকেটটি হারায় বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই আঘাত হানেন লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গা। তার বলটি তামিমের ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে লেগে আঘাত করল স্টাম্পসে। ০ রানেই ফিরতে হলো দেশসেরা ওপেনারকে। এরপর সৌম্য সরকারের সঙ্গী হন সাব্বির রহমান। ওভারের শেষ বলে মালিঙ্গা পেতে পারতেন আরও একটি উইকেট। স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ফিরতি ক্যাচ দিয়েছিলেন সৌম্য সরকার। হাত ছুঁইয়েও বল জমাতে পারেননি মালিঙ্গা।
সিরিজর প্রথম ম্যাচে টসের পরই সবাইকে অবাক করে দিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। এটাই তার শেষ টি-টোয়েন্টি সিরিজ। অন্যদিকে ম্যাশের বিদায় ঘোষণার এই ম্যাচে অভিষেক হলো তরুণ পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন