দারুণ সুসংবাদ পেলেন মুস্তাফিজ!

চলছে কাউন্টি ক্রিকেটের লড়াই। নিজেদের প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে জয় পেয়েছে মুস্তাফিজুর রহমানের দল সাসেক্স। বুধবার রাতে সাসেক্স সামারসেটের বিপক্ষে বিশাল জয় পায়।
হায়দাবাদে মুস্তাফিজ একজন সফল অধিনায়ক পেয়েছেন। তিনি হলেন ওয়ার্নার। সাসেক্সে মুস্তাফিজদের দলনেতা লুক রাইট। অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার নিজের প্রথম ম্যাচেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
সাসেক্স শুরুতে ব্যাট করতে নেমে ২২২ রান করে। ওপেনিংয়ে নেমে রাইট ৩৯ বলে ৮৩ রান করেন। অন্যদিকে অপর ওপেনার ক্রিস ন্যাস ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন।
সাসেক্স উইকেট হারায় মাত্র ৩টি। অপরদিকে ২ বল বাকি থাকতে সামারটের ক্রিকেটাররা গুটিয়ে যায় ১৭৪ রানে। আইপিএলের ফাইনালে জাদুময় ব্যাটিং করা ক্রিস গেইল সামারসেটের ওপেনার হিসেবে করেন মাত্র ৫ রান।
দলের অপর ওপেনার জিম অ্যালেনবাই কোনো রান না করেই আউট হন। এই ধাক্কাটা সামলে উঠতে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধন ও সাউথ আফ্রিকার রিলফ ভ্যান ডার ম্যারে।
দুইজনেই হাফসেঞ্চুরি করে আউট হলে জয়ের আশা শেষ হয় সামারসেটের। অভিজ্ঞ ওয়াইসের বোলিংয়ে দ্রুত আউট হন ব্যাটসম্যানরা। পরে ৪৮ রানের জয় পায় এখনো শুধু কাটার বয়ের অপক্ষোয় থাকা কাউন্টি আসরের অন্যতম টিম সাসেক্স।
দলে যোগ দেয়ার আগে বিশাল জয়ের সুসংবাদ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তার জন্য অপেক্ষা করছে আরও সুখবর। শেষের দিকে এই দলে তার অংশ নেয়ার আভাস পাওয়া যাচ্ছে।
এবারের টুর্নামেন্টে সাসেক্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ পেস তারকা মুস্তাফিজুর রহমান। তবে সাসেক্সের হয়ে মাঠে নামা এখনও তার জন্য অনিশ্চিত। কারণ দীর্ঘ আইপিএল যাত্রা শেষে সোমবারই দেশে ফিরেছেন মুস্তাফিজ। দীর্ঘ ক্রিকেট সূচীর কারণে অনেকটাই হাঁপিয়ে উঠেছেন তিনি। তার ওপর যোগ হয়েছে ইনজুরি সমস্যা।
সদ্য শেষ হওয়া আইপিএলের কোয়ালিফায়ার ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে মাঠে নামতে পারেন নি। যদিও ইনজুরিটি গুরুতর কিছু নয়, তবুও কিছুটা ঝুঁকি থেকেই যাচ্ছে। তবে মুস্তাফিজকে দেরি করে হলেও দলে পেতে চায় কাউন্টি দল সাসেক্স।
সাসেক্সের সাথে চুক্তি অনুযায়ী ৩ জুন সারের বিপক্ষে ম্যাচটি খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে দলের অধিনায়ক লুক রাইট পরে জানিয়েছিলেন, মুস্তাফিজকে আরও সপ্তাহখানেক বিশ্রামের সময় দিবেন তারা। রাইট আশা করছেন ১০ই জুন কেন্টের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজকে তারা দলে পাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন