দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার বেড়েছে পাসের হার ও জিপিএ – ৫ এর সংখ্যা। দিনাজপুর শিক্ষা বোর্ডে রংপুর বিভাগের আটটি জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৪৫ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ড সুএে জানাযায় রংপুর বিভাগে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৪৫ জন। গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার ও জিপিএ – ৫ এর সংখ্যা। গত বছর পাশের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছিল ১৭ হাজার ৪১০ জন।
রোববার দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৪ শত ৪৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৯৮ হাজার ১৮৪ জন। আর পাস করেছে ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে এ বছর ২ হাজার ৭৩৯ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ৭৭ টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। তবে কেউ পাস করেনি এমন স্কুলের সংখ্যা চার টি। তবে পাশের হারের সাথে সাথে এ বছর জিপিএ ৫ এর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী জানান এ বছর গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে । তবে আমাদের আরোও ভাল ফলাফল প্রত্যাশা ছিল । কিছু ছাত্র ছাত্রী গনিত ও ইংরেজি বিষয়ে ফলাফল ভাল করতে পারেনি । আমাদের শিক্ষকদেরকে বিষয় ভিত্তিক প্রশিক্ষনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে । কারন প্রশিক্ষনের বিকল্প নেই । এ বছর যে সকল বিদ্যালয়ের পাশের হার শুন্যের কোঠায় তাদের বিরুদ্ধে মন্ত্রানালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে ।
এই সংক্রান্ত আরো সংবাদ

নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
গত ১৬ বছর যারা আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী হয়েছেন তাদের কাছেবিস্তারিত পড়ুন

দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাসবিস্তারিত পড়ুন

ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজানবিস্তারিত পড়ুন